চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার আ’লীগের দু’গ্রপের সংঘর্ষ হয়েছে। এসময় ৬/৭টি ককটেল বিস্ফোরণ, ১টি দোকান ভাংচুর ও ২জন আহত হয়েছে।
শিবগঞ্জ পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেনের লোকজন স্থানীয় আ’লীগ নেতা এনামুল হক সমর্থিত জাকির হোসেনের খাসেরহাটে মিষ্টির দোকান গত শনিবার রাতে ভাংচুর করে। এরই জের ধরে গতকাল রবিবার সকালে দু’গ্র“প লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ৭টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে চানশিকারি গ্রামের লুটু ভুলকির ছেলে বাবলূ(২৬) ও মৃত ফজলূর রহমানের ছেলে শফিকুল ইসলাম আহত হয়। আহতরা বর্তমানে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে বিনোদপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুল আলম জানান, আ’লীগের কতিপয় নেতা নিজেদের শক্তি প্রদর্শন করার জন্য এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনাস্থলে থাকা শিবগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ দু’পরে সংঘর্ষের কথা স্বীকার করে বলেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিনোদপুরে দু’পরে মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরনের কথা স্বীকার করেছেন।
শিবগঞ্জে আ’লীগের দু’গ্রপের সংঘর্ষ॥ ককটেল বিস্ফোরণ, ২জন আহত