শিবগঞ্জে নিহত এনামুলের স্মরন সভা
সোমবার শিবগঞ্জ বাজারে ১৮ দলের হামলা ও অগ্নিসংযোতে নিহত বনিক সমিতির সভাপতি আলহাজ এনামুল হকের রুহের মাগফেরাতের উদ্দেশ্যে দোয়া মাহফিল ও শোক সভার আয়োজন করা হয়।
বৃধবার ৪টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মনাকষা ঈদগাহ মোড়ে থানাআওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলঅনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারনা সম্পাদক আবু আহমেদ নজমুল কবির মুক্তা,জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি মোহঃ তেীহিদুল আলম টিয়া অধ্যা মোহাঃ রুহুল আমীন প্রমুখ। আলোচনা শেষে হাফিজ ও কারী মোহাঃ আঃ বারীর নেতৃত্বে দোয়া ও মাহফিল করা হয়।