ফ্যান্টাসিগ্র“প ক্রিকেট টুর্নামেন্টে চাম্পিয়ন মুনসেফপুর ইয়ং ক্রিকেটদল
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর সবুজ সংঘ আয়োজিত ফ্যান্টাসিগ্র“প ক্রিকেট টুর্নামেন্টের সমপনি খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান দিয়াড় ধাইনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে মুনসেফপুর ইয়ং ক্রিকেটদল ৪ উইকেটে দিয়াড় ধাইনগর কাফেলা ক্রিকেট দলকে পরাজিত চাম্পিয়ন হয়। প্রথমে ব্যাট করতে দিয়াড় ধাইনগর কাফেলা ক্রিকেট দল ১৫ ওভারে ৯৯ রানে অল আউট হয়ে যায়। দলের পে সালাউদ্দীন বাইস ও মামুন ১৮ রান করে। মুনসেফপুর ইয়ং ক্রিকেট দলের বোলার ফিরোজ ৪ ওভারে ২৫ রানে ২টি ও শামীম ৪ ওভারে ২৯ রানে ২ টি উইকেট লাভ করে। ১০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মুনসেফপুর ইয়ং ক্রিকেট দল ১২ ওভাওে ৫ উইকেট হারিয়ে জয়ের লে পৌচ্ছে যায়। দলের পে ওয়ালিদ ২৯ ও ফিরোজ ২০ রান করে। ম্যান অপ দ্যা ম্যাচ ও ম্যান অপ দ্যা টুর্নামেন্টের পুরস্কার লাভ করে যথাক্রমে বিজয়ী দলের ফিরোজ ও বিজীত দলের মামুন। খেলা পরিচালানার দ্বায়িত্বে ছিলেন তরুন ক্রীড়া সংগঠক নয়ন ও ডলার। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন,গোবরাতলা ইউপি চেয়ারম্যান আরাফুল ইসলাম,এই সময় উপস্থিত ছিলেন বজলুর রহমান, শহিদুর রহমান, মাসুদ করিম,সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।