মনাকষা ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে পারচৌকা

ক্রীড়া প্রতিবেদক > শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয় মাঠে মনাকষা যুব সংঘের ব্যবস্থাপনায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের শুক্রবারের খেলায় জয় পেয়েছে পারচোকা ক্রিকেট দল। তারা ২ উইকেটে নামোচক পাড়া ক্রিকেট দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে নামোচক পাড়া ক্রিকেট দল ৮ ওভারে ৬০ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে আমিন ১৬ ও ফরিদ ১২ রান করে। পারচোকা ক্রিকেট দলের বোলার রেজাউল ২ ওভার ৭ রানে ৪টি ও আনারুল ২ ওভার ৮ রানে ৪টি উইকেট লাভ করে। ৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পারচোকা ক্রিকেট দল ৮ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে রেজাউল ২৮ ও কাওসার ৭ রান করে। নামোচক পাড়া ক্রিকেট দলের বোলার সোহেল রানা ২ ওভার ১২ রানে ২টি ও শামীম ২ ওভার ৩ রানে ১টি উইকেট লাভ করে।