সিরাজগঞ্জে দুই ট্রাকে সংঘর্ষ, নিহত ৩

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকের এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে তিনজন।
দুর্ঘটনা কবলিত ট্রাকগুলোর একটির ভেতর আরো তিনজন আটকা পড়ে আছেন বলে পুলিশ জানিয়েছে।

তাৎক্ষনিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি জানান আমিনুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের কামারখন্দের সীমান্ত বাজার উত্তরবঙ্গ থেকে আসা ঢাকামুখী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী অপর একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে উভয় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় আলুভর্তি ট্রাকের হেলপার ও এক আলু ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান।
একই ট্রাকের আরোহী ও চালকসহ ৩ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেবার পথে এক নারী আরোহীর মৃত্যু হয়।
এসময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত খালি ট্র্রাকের চালক ও হেলপারসহ তিন জন ভেতরে আটকা পড়ে।
সংবাদ পেয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়, হাটিমরুল হাইওয়ে ও সদর থানার পুলিশ এবং দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
ঘটনাস্থলে থাকা হাটিমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ রাত ১০ টার দিকে ঘটনাস্থল থেকে জানান, আটকে থাকা ট্রাকের স্টাফ ও যাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।