পদ্মা নদীতে তিন মেয়েকে নিয়ে মায়ের ঝাঁপ, দুই মেয়ের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার খলিপারচরে তিন মেয়েকে নিয়ে এক মানসিক প্রতিবন্ধী মা পদ্মা নদীতে ঝাঁপ দিলে দুই মেয়ের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন শুক্রবার দুপুরে আড়াই বছরের মাহমুদ খাতুন ও ছয় বছরের হামেদা খাতুনের মরদের উদ্ধার করে।
নারায়ণপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. আলমগীর কবীর জানান, বৃহস্পতিবার রাতে খলিপারচর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী আক্তারা বেগম তার তিন মেয়েকে নিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন। এসময় জেলেরা আক্তারা বেগম ও তার বড় মেয়েকে উদ্ধার করতে পারলেও ছোট দুই মেয়ে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজির পর শুক্রবার বেলা ১ টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আক্তারা বেগম মানসিক ভারসাম্যহীন।
এব্যাপারে যোগাযোগ করা হলে সদর থানার ওসি জসিম উদ্দীন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এখনো তার কাছে কেউ লিখিত অভিযোগ করেনি।
নারায়ণপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. আলমগীর কবীর জানান, বৃহস্পতিবার রাতে খলিপারচর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী আক্তারা বেগম তার তিন মেয়েকে নিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দেন। এসময় জেলেরা আক্তারা বেগম ও তার বড় মেয়েকে উদ্ধার করতে পারলেও ছোট দুই মেয়ে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজির পর শুক্রবার বেলা ১ টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আক্তারা বেগম মানসিক ভারসাম্যহীন।
এব্যাপারে যোগাযোগ করা হলে সদর থানার ওসি জসিম উদ্দীন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এখনো তার কাছে কেউ লিখিত অভিযোগ করেনি।