চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরআলাতুলি ইউনিয়নের মধ্যচরে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানের সময় বিস্ফোরণে তিন জঙ্গি নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের সাব ইন্সপেক্টর সোহেল রানা বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাস দমন আইনে দায়ের ওই মামলায় অজ্ঞাত ৭/৮ জন আসামীর মধ্যে নিহত তিন জঙ্গিও রয়েছেন।
এদিকে র্যাবের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, অভিযানের সময় আটক তিনজনের মধ্যে জিজ্ঞাসাবাদের পর একজনকে ছেড়ে দেয়া হয়েছে। বাকী দুজনকে এখনো জিজ্ঞাসাবাদকরা হচ্ছে।
সোমবার দিবাগত রাতে আলাতুলির পদ্মার চরে একটি বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় জঙ্গি ও র্যাবের গুলি বিনিময়ের এক পর্যায়ে বাড়ির ভেতরে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তিন জঙ্গি মারা যান। মঙ্গলবার ওই তিনজনের মরদেহ উদ্ধার করা এবং বৃহস্পতিবার বেওয়ারিশ লাশ হিসেবে তাদের মরদেহ দাফন করা হয়। এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাস দমন আইনে দায়ের ওই মামলায় অজ্ঞাত ৭/৮ জন আসামীর মধ্যে নিহত তিন জঙ্গিও রয়েছেন।
এদিকে র্যাবের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, অভিযানের সময় আটক তিনজনের মধ্যে জিজ্ঞাসাবাদের পর একজনকে ছেড়ে দেয়া হয়েছে। বাকী দুজনকে এখনো জিজ্ঞাসাবাদকরা হচ্ছে।
সোমবার দিবাগত রাতে আলাতুলির পদ্মার চরে একটি বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় জঙ্গি ও র্যাবের গুলি বিনিময়ের এক পর্যায়ে বাড়ির ভেতরে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তিন জঙ্গি মারা যান। মঙ্গলবার ওই তিনজনের মরদেহ উদ্ধার করা এবং বৃহস্পতিবার বেওয়ারিশ লাশ হিসেবে তাদের মরদেহ দাফন করা হয়। এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রামে মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বৃহস্পতিবার মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১ টার দিকে নদী তীরে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর উদ্দ্যোগে প্রায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নদী তীরবর্তীসহ বিভিন্ন এলাকার নারী পুরুষ অংশ নেন। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বালিয়ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়রম্যান তরিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সদস্য আব্দুল মতিন ও আবু সেলিম। বক্তারা বলেন, বালিয়ডাঙ্গা ইউনিনের তাহেরপুর থেকে রামজীবনপুর পর্যন্ত মহানন্দা নদী থেকে বালু উত্তোলন করায় বালুগ্রাম, তাহেরপুর, ও রামজীবনপুর গ্রাম হুমকির মধ্যে রয়েছে। বালু উত্তোলন বন্ধ করা না হলে মহানন্দা নদীর তীরে পাকা রাস্তা ও বাড়ি-ঘর যে কোন সময় নদী গর্ভে বিলিন হয়ে যেতে পারে।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-১১-১৭
বেলা ১১ টার দিকে নদী তীরে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর উদ্দ্যোগে প্রায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নদী তীরবর্তীসহ বিভিন্ন এলাকার নারী পুরুষ অংশ নেন। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বালিয়ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়রম্যান তরিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সদস্য আব্দুল মতিন ও আবু সেলিম। বক্তারা বলেন, বালিয়ডাঙ্গা ইউনিনের তাহেরপুর থেকে রামজীবনপুর পর্যন্ত মহানন্দা নদী থেকে বালু উত্তোলন করায় বালুগ্রাম, তাহেরপুর, ও রামজীবনপুর গ্রাম হুমকির মধ্যে রয়েছে। বালু উত্তোলন বন্ধ করা না হলে মহানন্দা নদীর তীরে পাকা রাস্তা ও বাড়ি-ঘর যে কোন সময় নদী গর্ভে বিলিন হয়ে যেতে পারে।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জে শীতকালীন মাছ চাষে নতুন উদ্ভাবনী বিষয়ক এক আলোচনা সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মঞ্জুরুল হুদা, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল আলম শাহ, মৎস্য খামারের মালিক আকবর হোসেন, খাচায় মাছ চাষে জাতীয় পুরস্কার প্রাপ্ত মাছ চাষী মতিউর রহমান, জেলা থেকে জীবন্ত মাছ রপ্তানীকারক মাছ ব্যবসায়ী রাকিবুল ইসলাম বাবু।
সভায় জানানো হয়, শীতকালে তাপমাত্রা কমে যায়ওয়া মাছের খাবারের চাহিদা কমে যায়। এক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনী ব্যবহার করে তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। সভায় শীতকালীন মাছ চাষের অন্যান্য দিক নিয়েও আলোচনা করা হয়। সভায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার ৩০ জন মৎস্যচাষী অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-১১-১৭
সকালে জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মঞ্জুরুল হুদা, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল আলম শাহ, মৎস্য খামারের মালিক আকবর হোসেন, খাচায় মাছ চাষে জাতীয় পুরস্কার প্রাপ্ত মাছ চাষী মতিউর রহমান, জেলা থেকে জীবন্ত মাছ রপ্তানীকারক মাছ ব্যবসায়ী রাকিবুল ইসলাম বাবু।
সভায় জানানো হয়, শীতকালে তাপমাত্রা কমে যায়ওয়া মাছের খাবারের চাহিদা কমে যায়। এক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনী ব্যবহার করে তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। সভায় শীতকালীন মাছ চাষের অন্যান্য দিক নিয়েও আলোচনা করা হয়। সভায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার ৩০ জন মৎস্যচাষী অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-১১-১৭
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি’র উদ্দ্যেশে ৮ বছরে কয়টা আন্দোলন হলো প্রশ্ন তুলে বলেছেন, এই বছর নয়, ওই বছর আন্দোলন হবে কোন বছর- কেউ জানেনা। বিএনপি এই বছর আন্দোলন আর ওই বছর আন্দোলন এমন কথা বলে সময় পার করেছে। নির্বাচন চলে আসছে তাই বিএনপি আর আন্দোলন করতে পারবেনা। বিএনপির মরা গাঙ্গে আর জোয়ার আসবেনা। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের হরিমোনহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপিকে বাংলাদেশ নালিশ পার্টি উল্লেখ করে ওবায়দুল কাদের উল্লেখ করেন ওবায়দুল কাদের বলেন, ওরা ঘরের মধ্যে বসে ভাঙ্গা রেকর্ড বাজায়। কথামালা আর চাতুরী ছাড়া আগামী নির্বাচনে জেতার জন্য বিএনপি নেতাদের আর কোন পুজি নেই।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে ভোট দিলে আবারও হাওয়া ভবন সৃষ্টি হবে। দেশ আবারও অন্ধকার, অমানিসার অন্ধকারে দেশ নিমজ্জিত হবে। ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি আন্দোলনের নামে গাছ কেটে রাস্তা কেটে। আগুন সন্ত্রাস চালিয়েছে।
তিনি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল কিন্তু মনে রাখবেন এখানে আরেকটা শক্তি আছে জামায়াত । নির্বাচনে তাদের (জামায়াতের) ভোট গুলো যোগ করে নিবে বিএনপি’র সঙ্গে। সেই কারণে তাদের দুর্বল ভাবা ঠিক হবেনা। সর্মথনের দিক থেকে তারা (বিএনপি) দুর্বল নয়। সেই কারণে দলের মধ্যে বিভেদ রাখলে চলবেনা। এটার মনে রেখেই আওয়ামী লীগকে কাজ করতে হবে। ঘরে ঘরে যেতে হবে। ভাল আচরণ করতে হবে।
সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গত ৩ বছরে যে উন্নয়ন করেছেন ৭৫ পরবর্তী কোন সরকারই করতে পারেননি। তাদের সম্মেলিত উন্নয়নের চেয়েও শেখ হাসিনার উন্নয়ন বেশি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারের মাথা উচু করে দাড়িয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনগনের উন্নয়নের লক্ষে কাজ করে চলেছে। শেখ হাসিনার সরকার বয়স্ক ভাতা দিচ্ছেন, বিধবা ভাতা দিচ্ছেন, দেশের সুর্য সন্তান মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছেন। তিনি বলেন, শেখ হাসিনা দেশে নারীর ক্ষমতায়ন সৃষ্টি করেছেন।
সরকারের ডিজিটাল বিপ্লবের সুফল প্রত্যান্ত এলাকার মানুষ ভোগ করছেন। গ্রামে বসেই বিদ্যুতের বিল, পানি বিল, ভর্তি ফরম পুরনসহ নানান ডিজিটার সুবিধা আজ মানুষ ভোগ করছেন।
সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচির উদ্বোধীন সমাবেশে ওবায়দুল কাদের বলেন, যারা এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত, চাঁদাবাজ হিসেবে পরিচিত, মাদক ব্যবসায়ী তারা আওয়ামীলীগের সদস্য হতে পারবে না। আওয়ামীলীগের সদস্য হতে হলে নিবেদিত প্রাণ হয়ে দলের জন্য কাজ করতে হবে।
তিনি আওয়ামী লীগ নেতাদের উদ্দ্যেশে বলেন, যখন কমিটি গঠন করবেন ভুলেও পটেক কমিটি করবেন না। যদি পটেক কমিটি করেন তাহলে আমরা প্রয়োজনী ব্যবস্থা নিবো। তাই কমিটি গঠন করা আগে যারা দলের হয়ে কাজ করেছে তাদের কমিটিতে জায়গা করে দিতে হবে।
মন্ত্রী বলেন, নেতা চাই, কিন্তু পাতি নেতা নয়। ক্ষমতায় এসে কর্মীদের মূলায়ন করবেন না সেটা মেনে নেয়া যাবে না।
আগামী নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন সর্ম্পকে ওবায়দুল কাদের বলেন, যারা প্রার্থীতা হতে চান কোন সমস্যা নেই। তবে, অসুস্থ ব্যক্তি প্রার্থী হতে পারবেন না। প্রার্থীতা হলেই যে মনোয়ন পাবেন সেটা নয়। তিন মাস পর পর জনমত জাচাই হচ্ছে। তিনটি গোয়েন্দা সংস্থা ও অন্য দু’টি সংস্থার জরিপ প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে। নেত্রীর কাছে সবার এসিআর জমা হচ্ছে। কে ভাল কাজ করছেন আর কে খারাপ কাজ করছেন। যারা জনগনের কাছে গ্রহণযোগ্য নয়, তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেননা।
তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করাসহ আগামী নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জবাসীকে দল বিবেচনা না করে যে নেতা উন্নয়ন দেয় সেই নেতাকে আগামী নির্বাচনে ভোট দেয়ার আহবান জানান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, নুরুল ইসলাম ঠান্ডু, সংসদ সদস্য আব্দুল ওদুদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, চাঁপাইনাববগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা অধ্যাপক কামাল উদ্দীন, এ্যাড. আতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য গোলাম রাব্বানী, সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, বেগম আখতার জাহান, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, প্রকৌশলী মাহতাব উদ্দীন, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম আনোয়ার, সহ সস্পাদক সৈকত জোয়ার্দার, জেলা যুবলীগের সভাপতি মাসিদুর রহমান, সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, কৃষক লীগের সভাপতি এ্যাড. আব্দুস সামাদ বকুল, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টিটো, জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিল, সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন প্রমুখ।
এরআগে মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জের চারটি উন্নয়ন প্রকেল্পর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কানসাট-গোমস্তাপুর-রহনপুর সড়কের রহনপুর সেতু ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ইসলামাবাদ ও চর তেররশিয়া ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন এবং চীফ জুডিসিয়াল আদালত ভবন থেকে জজ আদালত ভবন পর্যন্ত আরসিসি ওভার ব্রীজ নির্মাণ ও সদর উপজেলার মরা পদ্মা নদীর খাকচাপাড়া নামক স্থানে সেতু নির্মাণ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১১-১৭
বিএনপিকে বাংলাদেশ নালিশ পার্টি উল্লেখ করে ওবায়দুল কাদের উল্লেখ করেন ওবায়দুল কাদের বলেন, ওরা ঘরের মধ্যে বসে ভাঙ্গা রেকর্ড বাজায়। কথামালা আর চাতুরী ছাড়া আগামী নির্বাচনে জেতার জন্য বিএনপি নেতাদের আর কোন পুজি নেই।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে ভোট দিলে আবারও হাওয়া ভবন সৃষ্টি হবে। দেশ আবারও অন্ধকার, অমানিসার অন্ধকারে দেশ নিমজ্জিত হবে। ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি আন্দোলনের নামে গাছ কেটে রাস্তা কেটে। আগুন সন্ত্রাস চালিয়েছে।
তিনি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল কিন্তু মনে রাখবেন এখানে আরেকটা শক্তি আছে জামায়াত । নির্বাচনে তাদের (জামায়াতের) ভোট গুলো যোগ করে নিবে বিএনপি’র সঙ্গে। সেই কারণে তাদের দুর্বল ভাবা ঠিক হবেনা। সর্মথনের দিক থেকে তারা (বিএনপি) দুর্বল নয়। সেই কারণে দলের মধ্যে বিভেদ রাখলে চলবেনা। এটার মনে রেখেই আওয়ামী লীগকে কাজ করতে হবে। ঘরে ঘরে যেতে হবে। ভাল আচরণ করতে হবে।
সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গত ৩ বছরে যে উন্নয়ন করেছেন ৭৫ পরবর্তী কোন সরকারই করতে পারেননি। তাদের সম্মেলিত উন্নয়নের চেয়েও শেখ হাসিনার উন্নয়ন বেশি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারের মাথা উচু করে দাড়িয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনগনের উন্নয়নের লক্ষে কাজ করে চলেছে। শেখ হাসিনার সরকার বয়স্ক ভাতা দিচ্ছেন, বিধবা ভাতা দিচ্ছেন, দেশের সুর্য সন্তান মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছেন। তিনি বলেন, শেখ হাসিনা দেশে নারীর ক্ষমতায়ন সৃষ্টি করেছেন।
সরকারের ডিজিটাল বিপ্লবের সুফল প্রত্যান্ত এলাকার মানুষ ভোগ করছেন। গ্রামে বসেই বিদ্যুতের বিল, পানি বিল, ভর্তি ফরম পুরনসহ নানান ডিজিটার সুবিধা আজ মানুষ ভোগ করছেন।
সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচির উদ্বোধীন সমাবেশে ওবায়দুল কাদের বলেন, যারা এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত, চাঁদাবাজ হিসেবে পরিচিত, মাদক ব্যবসায়ী তারা আওয়ামীলীগের সদস্য হতে পারবে না। আওয়ামীলীগের সদস্য হতে হলে নিবেদিত প্রাণ হয়ে দলের জন্য কাজ করতে হবে।
তিনি আওয়ামী লীগ নেতাদের উদ্দ্যেশে বলেন, যখন কমিটি গঠন করবেন ভুলেও পটেক কমিটি করবেন না। যদি পটেক কমিটি করেন তাহলে আমরা প্রয়োজনী ব্যবস্থা নিবো। তাই কমিটি গঠন করা আগে যারা দলের হয়ে কাজ করেছে তাদের কমিটিতে জায়গা করে দিতে হবে।
মন্ত্রী বলেন, নেতা চাই, কিন্তু পাতি নেতা নয়। ক্ষমতায় এসে কর্মীদের মূলায়ন করবেন না সেটা মেনে নেয়া যাবে না।
আগামী নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন সর্ম্পকে ওবায়দুল কাদের বলেন, যারা প্রার্থীতা হতে চান কোন সমস্যা নেই। তবে, অসুস্থ ব্যক্তি প্রার্থী হতে পারবেন না। প্রার্থীতা হলেই যে মনোয়ন পাবেন সেটা নয়। তিন মাস পর পর জনমত জাচাই হচ্ছে। তিনটি গোয়েন্দা সংস্থা ও অন্য দু’টি সংস্থার জরিপ প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে। নেত্রীর কাছে সবার এসিআর জমা হচ্ছে। কে ভাল কাজ করছেন আর কে খারাপ কাজ করছেন। যারা জনগনের কাছে গ্রহণযোগ্য নয়, তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেননা।
তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করাসহ আগামী নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জবাসীকে দল বিবেচনা না করে যে নেতা উন্নয়ন দেয় সেই নেতাকে আগামী নির্বাচনে ভোট দেয়ার আহবান জানান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, নুরুল ইসলাম ঠান্ডু, সংসদ সদস্য আব্দুল ওদুদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, চাঁপাইনাববগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা অধ্যাপক কামাল উদ্দীন, এ্যাড. আতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য গোলাম রাব্বানী, সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, বেগম আখতার জাহান, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, প্রকৌশলী মাহতাব উদ্দীন, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম আনোয়ার, সহ সস্পাদক সৈকত জোয়ার্দার, জেলা যুবলীগের সভাপতি মাসিদুর রহমান, সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, কৃষক লীগের সভাপতি এ্যাড. আব্দুস সামাদ বকুল, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টিটো, জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিল, সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন প্রমুখ।
এরআগে মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জের চারটি উন্নয়ন প্রকেল্পর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কানসাট-গোমস্তাপুর-রহনপুর সড়কের রহনপুর সেতু ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ইসলামাবাদ ও চর তেররশিয়া ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন এবং চীফ জুডিসিয়াল আদালত ভবন থেকে জজ আদালত ভবন পর্যন্ত আরসিসি ওভার ব্রীজ নির্মাণ ও সদর উপজেলার মরা পদ্মা নদীর খাকচাপাড়া নামক স্থানে সেতু নির্মাণ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরআলাতুলি ইউনিয়নের মধ্যচরে মঙ্গলবার জঙ্গি আস্তানায় অভিযানে ৩ জঙ্গি নিহত হওয়ার পর বুধবার দিনভর আবারো সেখানে তল্লাশি অভিযান চালিয়েছে র্যাব। তবে বিকেল পর্যন্ত সেখান থেকে কোন অস্ত্র বা বিস্ফোরক উদ্ধার হয়নি। এদিকে নাম-পরিচয় না মেলায় মঙ্গলবারের অভিযানে নিহত তিন জঙ্গির লাশ ময়না তদন্ত শেষে বেওয়ারিস হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার গোরস্থানে দাফন করা হয়েছে।
রাজশাহী র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আশরাফ জানান, মঙ্গলবারের অভিযানে সেখানে গ্রেনেড বিস্ফোরণ ঘটেেছ। বিস্ফোরণের অংশ বিশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য বুধবার সকালে র্যাবের একটি দল ঘটনাস্থলের আশে পাশে তল্লাশি অভিযান শুরু করে। তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সেখানে কোন অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি। তিনি আরো জানান, তল্লাশির পাশাপাশি জঙ্গিদের ব্যাপারে মানুষকে সচেতন করার কাজও করছে র্যাব সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে বুধবার বিকেল পর্যন্ত মামলা হয়নি বলে জানান তিনি।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপতালের আবাসিক চিকিৎসক নাদিম সরকার জানিয়েছেন, হাসপাতালের তিনজন চিকিৎসক ইসমাইল হোসেন, নাদিম সরকার ও নাজির হোসেনের সমন্বয়ে জঙ্গি আস্তানার তিন মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। বিষ্ফোরণেই তিনজনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মানদী বেষ্টিত দুর্গম চরাঞ্চল চরআলাতুলি ইউনিয়নের মধ্যচরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় র্যাব। এসময় ওই বাড়ির ভেতরে আত্মঘাতি বোমা বিস্ফোরণে তিন জঙ্গি নিহত হন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১১-১৭
রাজশাহী র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আশরাফ জানান, মঙ্গলবারের অভিযানে সেখানে গ্রেনেড বিস্ফোরণ ঘটেেছ। বিস্ফোরণের অংশ বিশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য বুধবার সকালে র্যাবের একটি দল ঘটনাস্থলের আশে পাশে তল্লাশি অভিযান শুরু করে। তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সেখানে কোন অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি। তিনি আরো জানান, তল্লাশির পাশাপাশি জঙ্গিদের ব্যাপারে মানুষকে সচেতন করার কাজও করছে র্যাব সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে বুধবার বিকেল পর্যন্ত মামলা হয়নি বলে জানান তিনি।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপতালের আবাসিক চিকিৎসক নাদিম সরকার জানিয়েছেন, হাসপাতালের তিনজন চিকিৎসক ইসমাইল হোসেন, নাদিম সরকার ও নাজির হোসেনের সমন্বয়ে জঙ্গি আস্তানার তিন মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। বিষ্ফোরণেই তিনজনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মানদী বেষ্টিত দুর্গম চরাঞ্চল চরআলাতুলি ইউনিয়নের মধ্যচরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় র্যাব। এসময় ওই বাড়ির ভেতরে আত্মঘাতি বোমা বিস্ফোরণে তিন জঙ্গি নিহত হন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১১-১৭
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একদিনের সফরে বুধবার চাঁপাইনবাবগঞ্জ আসছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের আগমনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জে চাঙ্গা হয়ে উঠেছেন আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। ওবায়দুল কাদেরকে সামনে রেখে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সমাবেশ সফল করতে ব্যস্ত সময় কাটিয়েছেন নেতা কর্মীরা।
সরকারি সফর সুচি অনুযায়ী হেলিকপ্টারযোগে সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জে আসার পর বেলা ১১টায় শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তিনি চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। পরে তিনি হরিমোহন স্কুল মাঠে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসুচির উদ্বোধন ও এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে।
সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য খাইরুজ্জামান লিটন ও নুরুল ইসলাম ঠান্ডু উপস্থিত থাকবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল। সার্বিক দায়িত্বে থাকবেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। সমাবেশকে ঘিরে হরিমোহন উচ্চ বিদ্যালয় মাঠ সেজেছে নতুন সাজে। আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশিসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের ব্যানার ফেস্টুনে ছেয়েগেছে পুরো হরিমোহন মাঠ ও তার আশেপাশের এলাকা।
এদিকে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কানসাট-গোমস্তাপুর-রহনপুর সড়কের রহনপুর সেতু ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ইসলামাবাদ ও চর তেররশিয়া ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন এবং চীফ জুডিসিয়াল আদালত ভবন থেকে জজ আদালত ভবন পর্যন্ত আরসিসি ওভার ব্রীজ নির্মাণ ও সদর উপজেলার মরা পদ্মা নদীর খাকচাপাড়া নামক স্থানে সেতু নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন।
বিকেল তিনটায় তিনি হেলিকপ্টারযোগে চাঁপাইনবাবগঞ্জ ত্যাগ করবেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১১-১৭
সরকারি সফর সুচি অনুযায়ী হেলিকপ্টারযোগে সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জে আসার পর বেলা ১১টায় শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তিনি চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। পরে তিনি হরিমোহন স্কুল মাঠে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসুচির উদ্বোধন ও এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে।
সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য খাইরুজ্জামান লিটন ও নুরুল ইসলাম ঠান্ডু উপস্থিত থাকবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল। সার্বিক দায়িত্বে থাকবেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। সমাবেশকে ঘিরে হরিমোহন উচ্চ বিদ্যালয় মাঠ সেজেছে নতুন সাজে। আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশিসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের ব্যানার ফেস্টুনে ছেয়েগেছে পুরো হরিমোহন মাঠ ও তার আশেপাশের এলাকা।
এদিকে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কানসাট-গোমস্তাপুর-রহনপুর সড়কের রহনপুর সেতু ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ইসলামাবাদ ও চর তেররশিয়া ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন এবং চীফ জুডিসিয়াল আদালত ভবন থেকে জজ আদালত ভবন পর্যন্ত আরসিসি ওভার ব্রীজ নির্মাণ ও সদর উপজেলার মরা পদ্মা নদীর খাকচাপাড়া নামক স্থানে সেতু নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন।
বিকেল তিনটায় তিনি হেলিকপ্টারযোগে চাঁপাইনবাবগঞ্জ ত্যাগ করবেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী পদ্মার চর আলাতুলিতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান শেষ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র্যাব)। ওই বাড়িতে তিন ‘জঙ্গির’ তবিত লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
দুপুরে ব্রিফিংয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, তিন ‘জঙ্গির’ তবিত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। ওই বাড়ি থেকে তিনটি অবিস্ফোরিত হ্যান্ডগ্রেনেড, সাতটি ডেটোনেটর, বোমা তৈরির সরঞ্জাম ও দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বর্তমানে বাড়িটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা ঘিরে রেখেছেন। ওই বাড়ির মালিক রাশিকুলের স্ত্রী নাজমা বেগম, নাজমার বাবা খোরশেদ আলম ও মা মিনারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এর আগে সকালে ওই বাড়ির মালিক রাশিকুল ইসলামকে আটক করে র্যাব। তবে তিনি পাঘাতগ্রস্থ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়নি।
তিনি আরো জানান, নিহতরা সবাই জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। র্যাবের কাছে থাকা তথ্য অনুযায়ী রাজশাহীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাঁদের।
ব্রিফিংয়ে জানানো হয়, গতকাল সোমবার গভীর রাত থেকে সন্দেহজনক বাড়িটি ঘিরে রাখে র্যাব। রাতে মাইকে ‘জঙ্গিদের’ আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। ভেতর থেকে র্যাবকে ল্য করে গ্রেনেড ছোড়ে ‘জঙ্গিরা’। এ সময় বাড়ির ভেতরে তিন থেকে চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর খড়ের তৈরি বাড়িটিতে আগুন ধরে যায়।
এদিকে, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) আনোয়ার লতিফ খান বলেন, গত অক্টোবরে রাজধানীতে ‘জঙ্গি আস্তানায়’ আবদুল্লাহ নামের এক জঙ্গি নিহত হয়। সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আলাতুলী চরে নজরদারি বাড়ানো হয়। পরে সে অনুযায়ী এখানে আজ ওই বাড়িতে অভিযান চালানো হয়।
আলাতুলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মিজাবাহুল হক বলেন, ওই বাড়ির মালিক রাশিকুল পেশায় একজন কৃষক, তিনি পরিবার নিয়ে থাকেন গোদাগাড়ীতে। বছর চারেক আগে আলাতলিতে এসে খোলা ওই জমিতে ঘর তুলে ভাড়া দেন।
“কয়েক মাস আগে কয়েকজন লোক এসে খামার করার কথা বলে বাড়িটি ভাড়া নেয়। প্রায়ই অপরিচিত লোকজন সেখানে আসত। তবে আমরা কারও নাম জানি না।”
র্যাব জানায়, আটককুতরা প্রাথমিকভাবে তাঁরা জানিয়েছেন, বেশ কয়েক দিন আগে দুজন পাখি দেখার কথা বলে প্রত্যন্ত চরাঞ্চলের বাড়িটি ভাড়া নেন। বাড়িওয়ালা রাজশাহীর গোদাগাড়ীতে থাকেন। চরের ওই বাড়িটি তাঁরা গরু-মহিষ রাখার কাজে ব্যবহার করতেন।
সকালে বাড়িটিতে ঢাকা থেকে আসা র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ শুরু করে। র্যাব আরো জানায়, ‘জঙ্গি আস্তানাটির’ আশপাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে কোনো বাড়িঘর নেই।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১১-১৭
দুপুরে ব্রিফিংয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, তিন ‘জঙ্গির’ তবিত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। ওই বাড়ি থেকে তিনটি অবিস্ফোরিত হ্যান্ডগ্রেনেড, সাতটি ডেটোনেটর, বোমা তৈরির সরঞ্জাম ও দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বর্তমানে বাড়িটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা ঘিরে রেখেছেন। ওই বাড়ির মালিক রাশিকুলের স্ত্রী নাজমা বেগম, নাজমার বাবা খোরশেদ আলম ও মা মিনারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এর আগে সকালে ওই বাড়ির মালিক রাশিকুল ইসলামকে আটক করে র্যাব। তবে তিনি পাঘাতগ্রস্থ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়নি।
তিনি আরো জানান, নিহতরা সবাই জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। র্যাবের কাছে থাকা তথ্য অনুযায়ী রাজশাহীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাঁদের।
ব্রিফিংয়ে জানানো হয়, গতকাল সোমবার গভীর রাত থেকে সন্দেহজনক বাড়িটি ঘিরে রাখে র্যাব। রাতে মাইকে ‘জঙ্গিদের’ আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। ভেতর থেকে র্যাবকে ল্য করে গ্রেনেড ছোড়ে ‘জঙ্গিরা’। এ সময় বাড়ির ভেতরে তিন থেকে চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর খড়ের তৈরি বাড়িটিতে আগুন ধরে যায়।
এদিকে, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) আনোয়ার লতিফ খান বলেন, গত অক্টোবরে রাজধানীতে ‘জঙ্গি আস্তানায়’ আবদুল্লাহ নামের এক জঙ্গি নিহত হয়। সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আলাতুলী চরে নজরদারি বাড়ানো হয়। পরে সে অনুযায়ী এখানে আজ ওই বাড়িতে অভিযান চালানো হয়।
আলাতুলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মিজাবাহুল হক বলেন, ওই বাড়ির মালিক রাশিকুল পেশায় একজন কৃষক, তিনি পরিবার নিয়ে থাকেন গোদাগাড়ীতে। বছর চারেক আগে আলাতলিতে এসে খোলা ওই জমিতে ঘর তুলে ভাড়া দেন।
“কয়েক মাস আগে কয়েকজন লোক এসে খামার করার কথা বলে বাড়িটি ভাড়া নেয়। প্রায়ই অপরিচিত লোকজন সেখানে আসত। তবে আমরা কারও নাম জানি না।”
র্যাব জানায়, আটককুতরা প্রাথমিকভাবে তাঁরা জানিয়েছেন, বেশ কয়েক দিন আগে দুজন পাখি দেখার কথা বলে প্রত্যন্ত চরাঞ্চলের বাড়িটি ভাড়া নেন। বাড়িওয়ালা রাজশাহীর গোদাগাড়ীতে থাকেন। চরের ওই বাড়িটি তাঁরা গরু-মহিষ রাখার কাজে ব্যবহার করতেন।
সকালে বাড়িটিতে ঢাকা থেকে আসা র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ শুরু করে। র্যাব আরো জানায়, ‘জঙ্গি আস্তানাটির’ আশপাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে কোনো বাড়িঘর নেই।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী পদ্মার চর আলাতুলীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। সোমবার দিবাগত রাত ৪টার দিক থেকে বাড়িটি ঘিরে রাখে র্যাব সদস্যরা। এ ঘটনায় ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বোমা নিষ্ক্রিয়কারী দল।
মঙ্গলবার সকালে ওই বাড়ির মালিক রাশিকুল ইসলামকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ বলেন, কয়েক দিন আগে থেকেই বাড়িটি নজরদারিতে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার ভোরে অভিযান শুরুর আগে বাড়ির ভেতরে অবস্থান করার ব্যক্তিদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তারা আত্মসমর্পণ করেনি। ভোর ৫টার দিকে বাড়ির ভেতর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় বাড়ির ভেতর থেকে গুলিও চালানো হয়। একপর্যায়ে বাড়িতে আগুন লেগে যায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়িটি ঘিরে র্যাব অভিযান চালাচ্ছে, সেই বাড়িটি টিনের। এর আশপাশে অনেক দূর পর্যন্ত কোনো বাড়ি নেই। বাড়ির মালিক রাশিকুলের বাড়ি ছিল আদর্শগ্রাম চরে। কিন্তু পদ্মার ভাঙনে বাড়ি হারানোর পর তিনি চর আলাতুলীতে এসে বাড়ি করেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১১-১৭

র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ বলেন, কয়েক দিন আগে থেকেই বাড়িটি নজরদারিতে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার ভোরে অভিযান শুরুর আগে বাড়ির ভেতরে অবস্থান করার ব্যক্তিদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তারা আত্মসমর্পণ করেনি। ভোর ৫টার দিকে বাড়ির ভেতর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় বাড়ির ভেতর থেকে গুলিও চালানো হয়। একপর্যায়ে বাড়িতে আগুন লেগে যায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়িটি ঘিরে র্যাব অভিযান চালাচ্ছে, সেই বাড়িটি টিনের। এর আশপাশে অনেক দূর পর্যন্ত কোনো বাড়ি নেই। বাড়ির মালিক রাশিকুলের বাড়ি ছিল আদর্শগ্রাম চরে। কিন্তু পদ্মার ভাঙনে বাড়ি হারানোর পর তিনি চর আলাতুলীতে এসে বাড়ি করেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামো-চাকপাড়া সীমান্তে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮টি রিভলবার ও ১ টি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই অভিযান চালানো হয়। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রাতে নামোচাকপাড়া গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় আটটি রিভলবার ও একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আব্দুল মান্নান ও তার ছেলে সাদিকুল ইসলাম পালিয়ে যান।
তিনি আরো জানান, নদীর কারণে কাঁটাতারের বেড়া না থাকায় চাকপাড়া সীমান্তকে অস্ত্র চোরাচালানের রুট হিসেবে বেছে নিচ্ছে চোরাচালানীরা।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামালা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রাতে নামোচাকপাড়া গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় আটটি রিভলবার ও একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আব্দুল মান্নান ও তার ছেলে সাদিকুল ইসলাম পালিয়ে যান।
তিনি আরো জানান, নদীর কারণে কাঁটাতারের বেড়া না থাকায় চাকপাড়া সীমান্তকে অস্ত্র চোরাচালানের রুট হিসেবে বেছে নিচ্ছে চোরাচালানীরা।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামালা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা মনাকষা ইউনিয়নের গোপালপুরঘাট ব্রীজের পাশে একটি আম বাগানের সামনে থেকে সোমবার রাতে ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যাক্তি হচ্ছে শিবগঞ্জে পন্ডিতপাড়ার জয়নাল আবেদীনের ছেলে আশরাফুল আলম (২৮)।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ এর নেতৃত্বে, মনাকষা ইউনিয়নের গোপালপুরঘাট ব্রীজের পাশে একটি আম বাগানের সামনে অভিযান চালায়। এ সময় আশরাফুল র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে আশরাফুলের ডান হাতে থাকা একটি শপিং ব্যাগসহ আটক করা হয়। এ সময় ব্যাগ তল্লাশী করে ২ টি পিস্তলের, ৪টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড পিস্তলের গুলিসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ এর নেতৃত্বে, মনাকষা ইউনিয়নের গোপালপুরঘাট ব্রীজের পাশে একটি আম বাগানের সামনে অভিযান চালায়। এ সময় আশরাফুল র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে আশরাফুলের ডান হাতে থাকা একটি শপিং ব্যাগসহ আটক করা হয়। এ সময় ব্যাগ তল্লাশী করে ২ টি পিস্তলের, ৪টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড পিস্তলের গুলিসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী পদ্মার চর আলাতুলীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার দিবাগত রাত ৪টার দিকে বাড়িটি ঘিরে রাখে র্যাব।
রাজশাহী র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলমের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ৪টার দিকে ওই বাড়িটি ঘেরাও করে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এ সময় জঙ্গিরা বাড়ির ভেতর থেকে র্যাবকে ল্য করে একাধিক বিস্ফোরণ ঘটায় এবং গুলি চালায়। তখন র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টা থেমে থেমে উভয় পরে মধ্যে গোলাগুলি হয়। সকাল ৬টার দিকে বাড়িটিতে আগুন ধরে যায়।
র্যাবের ধারণা, ভেতরে রাখা বিস্ফোরক থেকেই বাড়িতে আগুন লেগে থাকতে পারে। তবে ওই বাড়ির মালিকের নাম বা সেখানে কতজন ‘জঙ্গি’ আছে, সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি র্যাব।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১১-১৭
সোমবার দিবাগত রাত ৪টার দিকে বাড়িটি ঘিরে রাখে র্যাব।
রাজশাহী র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলমের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ৪টার দিকে ওই বাড়িটি ঘেরাও করে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এ সময় জঙ্গিরা বাড়ির ভেতর থেকে র্যাবকে ল্য করে একাধিক বিস্ফোরণ ঘটায় এবং গুলি চালায়। তখন র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টা থেমে থেমে উভয় পরে মধ্যে গোলাগুলি হয়। সকাল ৬টার দিকে বাড়িটিতে আগুন ধরে যায়।
র্যাবের ধারণা, ভেতরে রাখা বিস্ফোরক থেকেই বাড়িতে আগুন লেগে থাকতে পারে। তবে ওই বাড়ির মালিকের নাম বা সেখানে কতজন ‘জঙ্গি’ আছে, সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি র্যাব।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১১-১৭
বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৭-২০১৮ এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা পর্যায়ের অনুর্ধ্ব-১৬ বালকদের মাসব্যাপি হ্যান্ডবল প্রশিণের সমাপণী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে পোল্লাডাঙ্গা দীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শিা অফিসার আব্দুল লতিফ, জেলা প্রাথমিক শিা অফিসার আব্দুল কাদের, ক্রীড়া সংগঠক ইকবাল মনোয়ার খান চান্না, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আলমগীর হোসেন, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার, শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, শিক্ষক শরিফুজ্জামান, পোল্লাডাঙ্গা দীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল হক। অনুষ্ঠানে অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শিা অফিসার আতাউর রহমান, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী সদস্য শেখ আহসান হাবীব মিন্টু, ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
প্রশিক্ষণে মোট ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৭-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে পোল্লাডাঙ্গা দীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শিা অফিসার আব্দুল লতিফ, জেলা প্রাথমিক শিা অফিসার আব্দুল কাদের, ক্রীড়া সংগঠক ইকবাল মনোয়ার খান চান্না, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আলমগীর হোসেন, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার, শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, শিক্ষক শরিফুজ্জামান, পোল্লাডাঙ্গা দীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল হক। অনুষ্ঠানে অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শিা অফিসার আতাউর রহমান, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী সদস্য শেখ আহসান হাবীব মিন্টু, ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
প্রশিক্ষণে মোট ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৭-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩২তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়া সাঁতারুদের পুস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে নাচোল উপজেলার নেজামপুর ইউপির বরেন্দ্র দৌগাছি স্কুল এন্ড কলেজ মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
নাচোল স্পোটর্স একাডেমীর সভাপতি তোহিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, বরেন্দ্র দৌগাছি স্কুল এন্ড কলেজের অধ্য কাওসার আলী, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুধেন চন্দ্র বর্মন, বাংলাদেশ সেনাবাহিনীর স্পোর্টস কাবের কোচ ওয়াসিউল ইসলাম, নাচোল ইউপি সদস্য মেশবাউল হক, জেলা কৃষকলীগের সদস্য জাকারুল পাশা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, আওয়ামীলীগ নেতা জিয়াউর রহমান।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় নাচোলের মারুফ ২য় অবস্থান করে রৌপ্য পদক লাভ করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৭-১১-১৭
সোমবার বিকালে নাচোল উপজেলার নেজামপুর ইউপির বরেন্দ্র দৌগাছি স্কুল এন্ড কলেজ মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
নাচোল স্পোটর্স একাডেমীর সভাপতি তোহিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, বরেন্দ্র দৌগাছি স্কুল এন্ড কলেজের অধ্য কাওসার আলী, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুধেন চন্দ্র বর্মন, বাংলাদেশ সেনাবাহিনীর স্পোর্টস কাবের কোচ ওয়াসিউল ইসলাম, নাচোল ইউপি সদস্য মেশবাউল হক, জেলা কৃষকলীগের সদস্য জাকারুল পাশা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, আওয়ামীলীগ নেতা জিয়াউর রহমান।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় নাচোলের মারুফ ২য় অবস্থান করে রৌপ্য পদক লাভ করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৭-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর মোন্নাপাড়া গ্রাম থেকে সোমবার ১ কেজি ৫৮গ্রাম হেরোইন ও ২ লাখ ভারতীয় রুপিসহ ১ জনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যাক্তি হচ্ছে সদর উপজেলার হাকিমপুর গ্রামের লুৎফরের ছেলে আলম (৪২)।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ এর নেতৃত্বে নরেন্দ্রপুরে চরবাগডাঙ্গা-শাজাহানপুর গামী রাস্তার পাশে বাঁশঝাড়ের ভিতরে অভিযান চালায়। এ সময় ১ কেজি ৫৮গ্রাম হেরোইন ও ২ লাখ ভারতীয় রুপিসহ আলমকে আটক করা হয়। র্যাবের প্রেস নোটে আরো জানায়, হেরোইন আনুমানিক মূল্য ১ কোটি টাকা।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে চৌকা মনাকষা গ্রাম থেকে শনিবার রাতে ৬ লাখ ৩০ হাজার ভারতীয় জাল রুপিসহ ১ জনকে আটক করে র্যাব।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১১-১৭
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ এর নেতৃত্বে নরেন্দ্রপুরে চরবাগডাঙ্গা-শাজাহানপুর গামী রাস্তার পাশে বাঁশঝাড়ের ভিতরে অভিযান চালায়। এ সময় ১ কেজি ৫৮গ্রাম হেরোইন ও ২ লাখ ভারতীয় রুপিসহ আলমকে আটক করা হয়। র্যাবের প্রেস নোটে আরো জানায়, হেরোইন আনুমানিক মূল্য ১ কোটি টাকা।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে চৌকা মনাকষা গ্রাম থেকে শনিবার রাতে ৬ লাখ ৩০ হাজার ভারতীয় জাল রুপিসহ ১ জনকে আটক করে র্যাব।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১১-১৭
চাঁপাইবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার গোপালপুর মাঠ থেকে রবিবার দিবাগত রাতে ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে ২টি ধারালো হাইস্যা ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃত ব্যাক্তি হচ্ছে শিবগঞ্জে রানীনগর গ্রামের আহসান আলীর ছেলে জামাল উদ্দিন ওরফে ভোদল (২৫) ও পারচৌকা গ্রামের আব্দুল হামিদের ছেলে জেম (২৮)।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বর্ডার গাড ব্যাটালিয়নের অধিনায়ক এস এম আবুল এহসান এক প্রেস নোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক আসাদুজ্জআমানের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার গোপালপুর মাঠে চৌকা বিওপির একটি দল অভিযান চালায়। পরে সেখান থেকে অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়। এ সময় আরো ৭ জন চোরাকারবারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় আটক ও পলাতকদের আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১১-১৭
আটককৃত ব্যাক্তি হচ্ছে শিবগঞ্জে রানীনগর গ্রামের আহসান আলীর ছেলে জামাল উদ্দিন ওরফে ভোদল (২৫) ও পারচৌকা গ্রামের আব্দুল হামিদের ছেলে জেম (২৮)।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বর্ডার গাড ব্যাটালিয়নের অধিনায়ক এস এম আবুল এহসান এক প্রেস নোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক আসাদুজ্জআমানের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার গোপালপুর মাঠে চৌকা বিওপির একটি দল অভিযান চালায়। পরে সেখান থেকে অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়। এ সময় আরো ৭ জন চোরাকারবারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় আটক ও পলাতকদের আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দলিত ও হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরমান হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। অনুষ্ঠানে হরিজন সম্প্রদায়ের ৪২ জনকে এক হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, দলিত ও হরিজন জনগোষ্ঠীর জন্য শিবগঞ্জে আবাসনপল্লী গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে। পাশাপাশি আগামী ডিসেম্বরে এই জনগোষ্ঠীর জন্য বেসরকারি সংস্থাদের সহায়তায় প্রতিটি হরিজন পরিবারকে প্রথম পর্যায়ে ১৫০টি ল্যাট্রিন দেয়া হবে।
এদিকে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় অনুষ্ঠানে বজ্রপাতে নিহত একজনকে ১০ হাজার, সড়ক দূর্ঘটনায় এক পরিবারকে ৫ হাজার ও নৌকা ডুবির ঘটনায় দুই পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/নিজস্ব প্রতিবেদক/ ২৭-১১-১৭
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরমান হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। অনুষ্ঠানে হরিজন সম্প্রদায়ের ৪২ জনকে এক হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, দলিত ও হরিজন জনগোষ্ঠীর জন্য শিবগঞ্জে আবাসনপল্লী গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে। পাশাপাশি আগামী ডিসেম্বরে এই জনগোষ্ঠীর জন্য বেসরকারি সংস্থাদের সহায়তায় প্রতিটি হরিজন পরিবারকে প্রথম পর্যায়ে ১৫০টি ল্যাট্রিন দেয়া হবে।
এদিকে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় অনুষ্ঠানে বজ্রপাতে নিহত একজনকে ১০ হাজার, সড়ক দূর্ঘটনায় এক পরিবারকে ৫ হাজার ও নৌকা ডুবির ঘটনায় দুই পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/নিজস্ব প্রতিবেদক/ ২৭-১১-১৭
সকালে চাঁপাইনবাবগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৮ জন প্রতিবন্ধীর মাঝে ৮টি হুইল চেয়ার, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ১শ জনের মাঝে ২৫ হাজার করে টাকা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ভূক্ত ৬০ জনের মাঝে ৫ হাজার করে টাকা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫০ জনের মাঝে ১ হাজার করে টাকা আর্থিক সহায়তা এবং ৪২টি সাধারণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অনুকুলে ৮ লাখ ১৫ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুখলেসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আলগীর হোসেন।
অনুষ্ঠানে হিজড়াসহ অনগ্রসর জনগোষ্ঠির মানুষকে সমাজের মূল¯্রােতে নিয়ে আসতে যথাযথ প্রশিক্ষণ প্রদান ও সমাজের সাধারণ মানুষকে তাদের পাশে দাঁড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদব/ ২৬-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট গোপালনগর মোড়ে ট্রাকের চাপায় আবদুস সাত্তার (৬০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত ব্যক্তি হল- দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের হেজাতুল্লাহ্ মন্ডলের ছেলে।
শিবগঞ্জ থানার এসআই মাহমুদুল হাবীব জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে আবদুস সাত্তার মোটরসাইকেল চালিয়ে শিবগঞ্জ বাজার যাচ্ছিল। এসময় কানসাট গোপালনগর মোড়ে পৌঁছলে সোনামসজিদ স্থলবন্দরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে মাথা ফেটে গুরুত্বর আহত হয় সে। এ সময় ট্রাক চালক ও হেলপার ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সাত্তার মারা যায়। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম জানান, ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৬-১১-১৭
শিবগঞ্জ থানার এসআই মাহমুদুল হাবীব জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে আবদুস সাত্তার মোটরসাইকেল চালিয়ে শিবগঞ্জ বাজার যাচ্ছিল। এসময় কানসাট গোপালনগর মোড়ে পৌঁছলে সোনামসজিদ স্থলবন্দরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে মাথা ফেটে গুরুত্বর আহত হয় সে। এ সময় ট্রাক চালক ও হেলপার ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সাত্তার মারা যায়। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম জানান, ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৬-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চৌকা মনাকষা গ্রাম থেকে শনিবার রাতে ৬ লাখ ৩০ হাজার ভারতীয় জাল রুপিসহ ১ জনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যাক্তি হচ্ছে চৌকা মনাকষা গ্রামের মৃত মীর হোসেনের ছেলে মাসুদ রানা (২৮)।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জে মনাকষা গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। এ সময় ৬ লাখ ৩০ হাজার ভারতীয় জাল রুপিসহ মাসুদকে আটক করা হয়।
র্যাব ওই বিজ্ঞপ্তিতে আরো জানায়, আটককৃত মাসুদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, জাল ব্যাবসার সাথে তাদের একটি চক্র দীর্ঘদিন যাবৎ কাজ করছে এবং তারা ভারতীয় জাল রুপিসহ বিভিন্ন দেশের জাল মুদ্রা ব্যবসার সাথে জড়িত।
এ ঘটনায় ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদব/ ২৬-১১-১৭
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জে মনাকষা গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। এ সময় ৬ লাখ ৩০ হাজার ভারতীয় জাল রুপিসহ মাসুদকে আটক করা হয়।
র্যাব ওই বিজ্ঞপ্তিতে আরো জানায়, আটককৃত মাসুদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, জাল ব্যাবসার সাথে তাদের একটি চক্র দীর্ঘদিন যাবৎ কাজ করছে এবং তারা ভারতীয় জাল রুপিসহ বিভিন্ন দেশের জাল মুদ্রা ব্যবসার সাথে জড়িত।
এ ঘটনায় ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদব/ ২৬-১১-১৭
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ জাতিসংঘ সংস্থা ‘ইউনেস্কো’ ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় চাঁপাইনবাবগঞ্জে শনিবার নানান কর্মসুচি পালিত হয়েছে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা তে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুখলেসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আলগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
এর আগে সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বরে সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দিন মন্ডল, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা জজ শীপ ও ম্যাজিস্ট্রেসী ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
দুপুরে গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে ৭ই মার্চের ভাষণের ওপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওরা ১১ জন চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।
শিবগঞ্জ
আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে শিবগঞ্জ কারবালা মোড় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌর মেয়র কারীবুল হক রাজিন, সহকারী কমিশনার (ভূমি) বরমান হোসেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন। সভায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতিচারণ তুলে ধরেন বক্তারা।
এছাড়াও শোভাযাত্রায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিা-সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, জনপ্রতিনিধি, ও ক্রীড়া ব্যক্তিত্ব ও শিশু-কিশোর অংশগ্রহণ করেন।
নাচোল
আমাদের নাচোল প্রতিবেদক জানান, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ‘‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিষ্টার’’এ ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে স্বীকৃতি পাওয়ায় নাচোলে নানা আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে মিলিত হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরি জোবায়ের আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, আওয়ামীলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীমসহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ,উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মদ ,কৃষি কর্মকর্তা সত্যেন কুমার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন।
ভোলাহাট
আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, ভোলাহাট উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভির্য্য পরিবেশের মধ্যদিয়ে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে ঘোষিত হওয়ায় দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়েছে।
সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসানের নেতৃত্বে উপজেলার দক্ষিণ গেট হতে শুরু হয়ে তেলীপাড়া, ধরমপুর, ২নং গোহালবাড়ী কাউন্সিলমোড় হয়ে মেডিকেলমোড় হয়ে উপজেলা চত্বর এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারগণ, বিভিন্ন কলেজ-স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
এর আগে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।
এরপর বিকেলে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র-ওরা ১১জন, হাঙর-নদী-গ্রেনেড, নদীর নাম মধুমতি প্রদর্শিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১১-১৭
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা তে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুখলেসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আলগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
এর আগে সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বরে সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দিন মন্ডল, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা জজ শীপ ও ম্যাজিস্ট্রেসী ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
দুপুরে গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে ৭ই মার্চের ভাষণের ওপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওরা ১১ জন চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।
শিবগঞ্জ
আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে শিবগঞ্জ কারবালা মোড় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌর মেয়র কারীবুল হক রাজিন, সহকারী কমিশনার (ভূমি) বরমান হোসেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন। সভায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতিচারণ তুলে ধরেন বক্তারা।
এছাড়াও শোভাযাত্রায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিা-সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, জনপ্রতিনিধি, ও ক্রীড়া ব্যক্তিত্ব ও শিশু-কিশোর অংশগ্রহণ করেন।
নাচোল
আমাদের নাচোল প্রতিবেদক জানান, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ‘‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিষ্টার’’এ ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে স্বীকৃতি পাওয়ায় নাচোলে নানা আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে মিলিত হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরি জোবায়ের আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, আওয়ামীলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীমসহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ,উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মদ ,কৃষি কর্মকর্তা সত্যেন কুমার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন।
ভোলাহাট
আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, ভোলাহাট উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভির্য্য পরিবেশের মধ্যদিয়ে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে ঘোষিত হওয়ায় দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়েছে।
সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসানের নেতৃত্বে উপজেলার দক্ষিণ গেট হতে শুরু হয়ে তেলীপাড়া, ধরমপুর, ২নং গোহালবাড়ী কাউন্সিলমোড় হয়ে মেডিকেলমোড় হয়ে উপজেলা চত্বর এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারগণ, বিভিন্ন কলেজ-স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।
এর আগে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।
এরপর বিকেলে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র-ওরা ১১জন, হাঙর-নদী-গ্রেনেড, নদীর নাম মধুমতি প্রদর্শিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১১-১৭
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আগামী ২৯ নভেম্বরের জনসভা সফল করতে শনিবার জেলার বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে মতবিনিময় করেছে সংসদ সদস্য আব্দুল ওদুদ। ওইদিন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
বিকালে চাঁপাইনবাবগঞ্জ টাউন কাবের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমীন, লাম, মহিলা আওয়ামী লীগের নেত্রী মজিনা হক, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, চেম্বারের সভাপতি এরফান আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, শাহ-নেয়ামতুল্লাহ কলেজের অধ্যাক আনোয়ারুল ইসলাম, পিপি এ্যাড. জবদুল হক, পল্লী বিদ্যুৎ সমিতি সভাপতি মনিরুল ইসলামসহ বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষক,জেলা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ্ব অংশ নেন।
এদিকে আমাদের নাচোল প্রতিবেদক জানান, নাচোল উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চাঁপাইনবাবগঞ্জ আগমন উপলে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সহ সভাপতি শামশুল আলম, নাচোল পৌর আওয়ামীলীগের সভাপতি ও নাচোল পৌরসভা মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা ফারুক আহম্মেদ বাবু।
সভায় আগামী ২৯ নভেম্বর বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলে আয়োজিত জনসভা সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১১-১৭
বিকালে চাঁপাইনবাবগঞ্জ টাউন কাবের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমীন, লাম, মহিলা আওয়ামী লীগের নেত্রী মজিনা হক, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, চেম্বারের সভাপতি এরফান আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, শাহ-নেয়ামতুল্লাহ কলেজের অধ্যাক আনোয়ারুল ইসলাম, পিপি এ্যাড. জবদুল হক, পল্লী বিদ্যুৎ সমিতি সভাপতি মনিরুল ইসলামসহ বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষক,জেলা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ্ব অংশ নেন।
এদিকে আমাদের নাচোল প্রতিবেদক জানান, নাচোল উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চাঁপাইনবাবগঞ্জ আগমন উপলে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সহ সভাপতি শামশুল আলম, নাচোল পৌর আওয়ামীলীগের সভাপতি ও নাচোল পৌরসভা মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা ফারুক আহম্মেদ বাবু।
সভায় আগামী ২৯ নভেম্বর বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলে আয়োজিত জনসভা সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১১-১৭
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল মেমোরী অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’-এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতিলাভ ও চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সফরকে সামনে রেখে শনিবার মতবিনিময় সভা করেছে সদর উপজেলা যুবলীগ।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বেলা ১১ টার দিকে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মাসিদুল রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লালু, সদর উপজেলা যুবলীগের সভাপতি সুভাষ পা-ে, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, যুবলীগ নেতা আব্দুল মতিন, তারাজ আলী, হযরত আলী মাস্টার ও ফিরোজ কবির।
বক্তরা বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতিলাভ বাঙালি জাতির জন্য গৌরবের, যুবলীগও গৌরব অনুভব করে।
মতবিনিময় সভায় আগামী ২৯ তারিখের চাঁপাইনবাবগঞ্জে ওবায়দুল কাদেরের জনসভাকে সফল করতে যুবলীগের প্রতিটি কমিটিকে দিকনির্দেশনা দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১১-১৭
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বেলা ১১ টার দিকে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মাসিদুল রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লালু, সদর উপজেলা যুবলীগের সভাপতি সুভাষ পা-ে, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, যুবলীগ নেতা আব্দুল মতিন, তারাজ আলী, হযরত আলী মাস্টার ও ফিরোজ কবির।
বক্তরা বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতিলাভ বাঙালি জাতির জন্য গৌরবের, যুবলীগও গৌরব অনুভব করে।
মতবিনিময় সভায় আগামী ২৯ তারিখের চাঁপাইনবাবগঞ্জে ওবায়দুল কাদেরের জনসভাকে সফল করতে যুবলীগের প্রতিটি কমিটিকে দিকনির্দেশনা দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আইআরআইডিপি-২ ও জিআরডিআরআইডিপি প্রকল্পের ৫টি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে ৫টি রাস্তার কাজের উদ্বোধন করেন সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলাহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল হক, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, সিনিয়র সভাপতি ইয়াসিন আলী শাহ্, সহসভাপতি বিআরডিবি চেয়ারম্যান আব্দুল খালেক, আইয়ুব আলী মন্ডল, যুবলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, ছাত্রলীগের সভাপতি মাহলত আশরাফুল ইসলাম।
উপজেলায় মোট ৫টি পাকা রাস্তার মধ্যে-সদর ইউনিয়নে উপজেলা ইষ্ট রোড, দীর্ঘ-২৬৯মিটার, ব্যয়-১৪ লাখ ৭৪ হাজার ৭২৭ টাকা ও চরধরমপুর থানা পরিষদ রোড, দীর্ঘ-৬৭৩মিটার, ব্যয়-৩৭.৮৪,৫২২ টাকা। ২নং গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুরহাট ইউনিয়ন রোড, দীর্ঘ-৯৪৮ ও ১৬৮২মিটার, ব্যয়-৪১,১১,৫৮৬ টাকা, খালেআলম-উপজেলা রোড-ধরবান ইউএনআর-খালেআলমপুর রোড, দীর্ঘ-২৪৬৪-৩৮২৪মিটার ব্যয়-৭৪,১৬,৭৮৭ টাকা ও সদর ইউনিয়নের শিকারী মোড়-এফআরএ রোড-সুরানপুর বাজার রোড, দীর্ঘ-৫০০মিটার, ব্যয়২৬,০৫,৬৪৬ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৫-১১-১৭
উপজেলায় মোট ৫টি পাকা রাস্তার মধ্যে-সদর ইউনিয়নে উপজেলা ইষ্ট রোড, দীর্ঘ-২৬৯মিটার, ব্যয়-১৪ লাখ ৭৪ হাজার ৭২৭ টাকা ও চরধরমপুর থানা পরিষদ রোড, দীর্ঘ-৬৭৩মিটার, ব্যয়-৩৭.৮৪,৫২২ টাকা। ২নং গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুরহাট ইউনিয়ন রোড, দীর্ঘ-৯৪৮ ও ১৬৮২মিটার, ব্যয়-৪১,১১,৫৮৬ টাকা, খালেআলম-উপজেলা রোড-ধরবান ইউএনআর-খালেআলমপুর রোড, দীর্ঘ-২৪৬৪-৩৮২৪মিটার ব্যয়-৭৪,১৬,৭৮৭ টাকা ও সদর ইউনিয়নের শিকারী মোড়-এফআরএ রোড-সুরানপুর বাজার রোড, দীর্ঘ-৫০০মিটার, ব্যয়২৬,০৫,৬৪৬ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৫-১১-১৭
‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ’..... বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রাণ পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অর্ন্তভুক্ত হওয়ার মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভ করায় দেশজুড়ে ২৫ নভেম্বর যে আনন্দ আয়োজন করা হয়েছে তার অংশ হিসেবে বর্ণিল সাজে সাজানো হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বর। ২৫ নভেম্বর সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। বিকেলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবিটি সহকর্মী কপোত নবীর ফেসবুক ওয়াল থেকে নেয়া।

সকালে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমীন, সংসদ সদস্য গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আশরাফুল ইসলাম চুনু, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদব মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান, পিপি এ্যাড. জবদুল হক।
সভায় আগামী ২৯ নভেম্বর বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননার অভিযোগে জামবাড়িয়া ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবীতে বৃহস্পতিবার আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠন মানববন্ধন করেছে। বিকেলে উপজেলা পরিষদ মেইন গেটে ভোলাহাট-রহনপুর সড়কে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধেনে ভোলাহাট উপজেলা আওয়ামীলগের সভাপতি প্রকৌশলী আমিনুল হক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক, উপজেলা সিনিয়ার সহ সভাপতি ইয়াসিন আলী শাহ, সাধারণ সম্পাদক ডা. আশরাফুল হক চুনুসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগের নেতৃবন্দ্ব অংশ নেন।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ থেকে অভিযোগ করা হয়, গত বুধবার জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কক্ষের দেয়াল থেকে ফেলে দেয়া হয়। বঙ্গবন্ধুর ছবি ফেলা দিয়ে জাতির পিতাকে অবমাননার ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে বের করে শাস্তি দাবি করেন মানববন্ধনের অংশ নেয়া নেতা কর্মীরা।
এদিকে সূত্র জানায়, পুর্ব ঘটনার জের ধরে ইউপি চেয়ারম্যান মোশফিকুর রহমান তারার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদের বিরোধ চলে আসছিল। বয়স্ক/ বিধবা ভাতার টাকা নিয়ে নতুন করে দ্বন্দ্বের জের ধরে তারা দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং আবারও দ্বন্দ্ব দেখা দেয়। আব্দুস সামাদ পক্ষের অভিযোগ তুচ্ছ ঘটনাকে ঘিরে চেয়ারম্যান মোশফিকুর রহমান তারা ছবি নামিয়ে ফেলেছে। আর চেয়ারম্যান পক্ষের অভিযোগ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে আব্দুস সামাদ পক্ষ চেয়ারম্যানের অনুপস্থিতিতে ছবি নামিয়ে ফেলে দিয়েছে।
এঘটনাকে ঘিরে ভোলাহাটে ক্ষোভ বিরাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-১১-১৭
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ থেকে অভিযোগ করা হয়, গত বুধবার জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কক্ষের দেয়াল থেকে ফেলে দেয়া হয়। বঙ্গবন্ধুর ছবি ফেলা দিয়ে জাতির পিতাকে অবমাননার ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে বের করে শাস্তি দাবি করেন মানববন্ধনের অংশ নেয়া নেতা কর্মীরা।
এদিকে সূত্র জানায়, পুর্ব ঘটনার জের ধরে ইউপি চেয়ারম্যান মোশফিকুর রহমান তারার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদের বিরোধ চলে আসছিল। বয়স্ক/ বিধবা ভাতার টাকা নিয়ে নতুন করে দ্বন্দ্বের জের ধরে তারা দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং আবারও দ্বন্দ্ব দেখা দেয়। আব্দুস সামাদ পক্ষের অভিযোগ তুচ্ছ ঘটনাকে ঘিরে চেয়ারম্যান মোশফিকুর রহমান তারা ছবি নামিয়ে ফেলেছে। আর চেয়ারম্যান পক্ষের অভিযোগ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে আব্দুস সামাদ পক্ষ চেয়ারম্যানের অনুপস্থিতিতে ছবি নামিয়ে ফেলে দিয়েছে।
এঘটনাকে ঘিরে ভোলাহাটে ক্ষোভ বিরাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট চৌডালা সড়কের চাতরা বাজার এলাকাই সড়ক দূর্ঘটনায় এক ভ্যান চালক নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যাক্তি উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের ইব্রাহীমের ছেলে কামাল উদ্দীন (৩৮)।
শিবগঞ্জ থানার এসআই গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভ্যান চালক কামাল রাস্তা দিয়ে যাচ্ছিল এসময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক কামালকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। তার মাথার উপর দিয়ে ট্্রাকের চাকা চলে গেলে কামাল ঘটনাস্থলেই মারা যায়। তবে ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে গেলে তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৪-১১-১৭
শিবগঞ্জ থানার এসআই গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভ্যান চালক কামাল রাস্তা দিয়ে যাচ্ছিল এসময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক কামালকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। তার মাথার উপর দিয়ে ট্্রাকের চাকা চলে গেলে কামাল ঘটনাস্থলেই মারা যায়। তবে ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে গেলে তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৪-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে ‘শিবগঞ্জ উপজেলা প্রেসকাব’ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রেসকাবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম।
শিবগঞ্জ উপজেলা প্রেসকাবের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশাদুজ্জামান, অবসারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আকবর হোসেন, প্রভাষক জিয়াউর রহমান, শিবগঞ্জ উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক ইমরান আলীসহ প্রেসকাবের সকল সদস্যবৃন্দ।
পরে একাত্তর টিভির জেলা প্রতিনিধি এ.কে.এস রোকন অসুস্থ থাকায় তার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের গত ৫ অক্টোবর শিবগঞ্জ উপজেলা প্রেসকাবের আত্মপ্রকাশ হয় এবং ২৭ অক্টোবর প্রেসকাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৩-১১-১৭
শিবগঞ্জ উপজেলা প্রেসকাবের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশাদুজ্জামান, অবসারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আকবর হোসেন, প্রভাষক জিয়াউর রহমান, শিবগঞ্জ উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক ইমরান আলীসহ প্রেসকাবের সকল সদস্যবৃন্দ।
পরে একাত্তর টিভির জেলা প্রতিনিধি এ.কে.এস রোকন অসুস্থ থাকায় তার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের গত ৫ অক্টোবর শিবগঞ্জ উপজেলা প্রেসকাবের আত্মপ্রকাশ হয় এবং ২৭ অক্টোবর প্রেসকাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৩-১১-১৭
দ্রব্যমূলোর উর্ধগতি, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলাকারিদের শাস্তি দাবিতে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁর মোড় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রসাশক কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল হামিদ রুনু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটি’র সদস্য মনিরুজ্জামান মনির, উপজেলা জাসদের সাধারন সম্পাদক আযাহারুল ইসলাম পিন্টু, নারীজোটের আহ্বায়ক তৌহিদা খাতুন কমলা, কর্ণেল তাহের সংসদের সাধারন সম্পাদক আবু হেনা বাবলু, জাসদ নেতা সফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তসিকুল রেজা খান তনু।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১১-১৭
সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁর মোড় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রসাশক কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল হামিদ রুনু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটি’র সদস্য মনিরুজ্জামান মনির, উপজেলা জাসদের সাধারন সম্পাদক আযাহারুল ইসলাম পিন্টু, নারীজোটের আহ্বায়ক তৌহিদা খাতুন কমলা, কর্ণেল তাহের সংসদের সাধারন সম্পাদক আবু হেনা বাবলু, জাসদ নেতা সফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তসিকুল রেজা খান তনু।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১১-১৭
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ড।
আজ বুধবার আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।
প্রতিবারের মতো এবারও পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ২৫ ফেব্রুয়ারি সংগীতের ব্যবহারিক পরীক্ষা এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে।
এসএসসি পরীক্ষার্থীদের জন্য থাকছে একটি সুসংবাদ। আগামী বছর থেকে এসএসসিতে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা হবে না।
এবার প্রথমেই বাংলা দিয়ে পরীক্ষা শুরু করবে শিক্ষার্থীরা। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে- বাংলা (আবশ্যিক) প্রথম পত্র/সহজ বাংলা প্রথম পত্র/ বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র। এরপর একদিন বন্ধ থাকবে।
৩ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র/সহজ বাংলা দ্বিতীয় পত্র/বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয় পত্র ।
৪ ফেব্রুয়ারি রোববার নিয়মিত শিক্ষার্থীদের কোনো পরীক্ষা নেই। ওই দিন অনিয়মিত পরীক্ষার্থীদের শারীরিক শিক্ষা/স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয়ের পরীক্ষা হবে।
৫ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র। এরপর একদিন বিরতি দিয়ে ৭ ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র।
৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইসলাম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা।
একদিন বিরতির পর ১০ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে গণিত (আবশ্যিক) পরীক্ষা। ১১ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
১২ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে ক্যারিয়ার শিক্ষা (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) পরীক্ষা।
১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে পদার্থ বিজ্ঞান/বাংলাদেশ ও বিশ্বসভ্যতা/ফিন্যান্স ও ব্যাংকিং। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রসায়ন/পৌরনীতি ও নাগরিকতা/ব্যবসায় উদ্যোগ।
এরপর একদিন বন্ধ থাকার পর ১৭ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা।
১৮ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হবে বাংলা ভাষা ও সাহিত্য/ইংরেজি ভাষা ও সাহিত্য/গার্হস্থ্য বিজ্ঞান/কৃষিশিক্ষা/সংগীত বিষয়ের পরীক্ষা। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে আরবি/সংস্কৃত/পালি/কর্মমুখী শিক্ষা/কম্পিউটার শিক্ষা/শারীরিক শিক্ষা ও ক্রীড়া/বেসিক ট্রেড/চারু ও কারুকলা।
১৯ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে জীববিজ্ঞান/অর্থনীতি পরীক্ষা। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে হিসাববিজ্ঞান। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিজ্ঞান/উচ্চতর গণিত। ২৪ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সূত্রঃ এনটিভি অনলাইন/ ২২-১১-১৭
আজ বুধবার আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।
প্রতিবারের মতো এবারও পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ২৫ ফেব্রুয়ারি সংগীতের ব্যবহারিক পরীক্ষা এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে।
এসএসসি পরীক্ষার্থীদের জন্য থাকছে একটি সুসংবাদ। আগামী বছর থেকে এসএসসিতে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা হবে না।
এবার প্রথমেই বাংলা দিয়ে পরীক্ষা শুরু করবে শিক্ষার্থীরা। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে- বাংলা (আবশ্যিক) প্রথম পত্র/সহজ বাংলা প্রথম পত্র/ বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র। এরপর একদিন বন্ধ থাকবে।
৩ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র/সহজ বাংলা দ্বিতীয় পত্র/বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয় পত্র ।
৪ ফেব্রুয়ারি রোববার নিয়মিত শিক্ষার্থীদের কোনো পরীক্ষা নেই। ওই দিন অনিয়মিত পরীক্ষার্থীদের শারীরিক শিক্ষা/স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয়ের পরীক্ষা হবে।
৫ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র। এরপর একদিন বিরতি দিয়ে ৭ ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র।
৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইসলাম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা।
একদিন বিরতির পর ১০ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে গণিত (আবশ্যিক) পরীক্ষা। ১১ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
১২ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে ক্যারিয়ার শিক্ষা (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) পরীক্ষা।
১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে পদার্থ বিজ্ঞান/বাংলাদেশ ও বিশ্বসভ্যতা/ফিন্যান্স ও ব্যাংকিং। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রসায়ন/পৌরনীতি ও নাগরিকতা/ব্যবসায় উদ্যোগ।
এরপর একদিন বন্ধ থাকার পর ১৭ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা।
১৮ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হবে বাংলা ভাষা ও সাহিত্য/ইংরেজি ভাষা ও সাহিত্য/গার্হস্থ্য বিজ্ঞান/কৃষিশিক্ষা/সংগীত বিষয়ের পরীক্ষা। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে আরবি/সংস্কৃত/পালি/কর্মমুখী শিক্ষা/কম্পিউটার শিক্ষা/শারীরিক শিক্ষা ও ক্রীড়া/বেসিক ট্রেড/চারু ও কারুকলা।
১৯ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে জীববিজ্ঞান/অর্থনীতি পরীক্ষা। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে হিসাববিজ্ঞান। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিজ্ঞান/উচ্চতর গণিত। ২৪ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সূত্রঃ এনটিভি অনলাইন/ ২২-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসষ্ট্যাান্ড সংলগ্ন বহু আলোচিত ‘লাল বোর্ডিং’-এর অবৈধ কার্যক্রম থামছেইনা। আবাসিক হোটেল ব্যবসার আড়ালে মাদক দেহ ব্যবসা চালানোর অভিযোগে র্যাব ও পুলিশের অভিযানে বহু মাদকসেবী ও দেহ ব্যবসায়ীসহ খদ্দের আটকের ঘটনা ঘটলেও বন্ধ হয়নি অবৈধ কার্যক্রম। মঙ্গলবার রাতে পুলিশের অভিযানে ফের ৯ জন আটক হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০ থেকে ১২টা পর্যন্ত অভিযান চালানো হয় আবাসিক হোটেল লাল বোর্ডি-এ। অভিযানে মাদক ব্যবসার অভিযোগে ৬.৪ লিটার দেশী মদসহ ২জন এবং দেহ ব্যবসার অভিযোগে ৫ নারীসহ ৭ জনকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছে, শহরের হুজরাপুর রেলবাগানের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহমেদ (২৯) ও বরগুনা জেলার বদরখালি এলাকার মীর আব্দুর রশিদের ছেলে মীর নাসির (৩৮)। দেহ ব্যবসার অভিযোগে আটকরা হচ্ছে, শহরের শিবতলা-মালোপাড়ার আতাউর আলীর ছেলে আলামিন-১(১৯) ও শিবগঞ্জ উপজেলার ধুপরাশি এলাকার সোলাইমানের ছেলে আলামিন-২(২৯), ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার প্রতাব এলাকার আব্দুল বারেক হাওলাদারের মেয়ে ইতি হাওলাদার (২৪), নীলফমারী জেলার জলঢাকা দেশীবাড়ি এলাকার মইদুল ইসলামের মেয়ে রুমা খাতুন (২৫), মাদারীপুর জেলার চরগোবিন্দপুর এলাকার আনারুল হোসেনর মেয়ে সাথি খাতুন (২৩), ময়মনসিংহ জেলার ফুলপুর রূপসী এলাকার আব্দুল বারেকের মেয়ে শারমিন (২৭) ও নড়াইল জেলার বালিয়া মির্জাপুর এলাকার রাজা মিয়ার মেয়ে রুমা খাতুন (২২)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাবের রেজা আহম্মেদ জানান, বুধবার এ ঘটনায় সদর থানায় দুটি পৃথক মামলা দায়ের হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-১১-১৭
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০ থেকে ১২টা পর্যন্ত অভিযান চালানো হয় আবাসিক হোটেল লাল বোর্ডি-এ। অভিযানে মাদক ব্যবসার অভিযোগে ৬.৪ লিটার দেশী মদসহ ২জন এবং দেহ ব্যবসার অভিযোগে ৫ নারীসহ ৭ জনকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছে, শহরের হুজরাপুর রেলবাগানের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহমেদ (২৯) ও বরগুনা জেলার বদরখালি এলাকার মীর আব্দুর রশিদের ছেলে মীর নাসির (৩৮)। দেহ ব্যবসার অভিযোগে আটকরা হচ্ছে, শহরের শিবতলা-মালোপাড়ার আতাউর আলীর ছেলে আলামিন-১(১৯) ও শিবগঞ্জ উপজেলার ধুপরাশি এলাকার সোলাইমানের ছেলে আলামিন-২(২৯), ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার প্রতাব এলাকার আব্দুল বারেক হাওলাদারের মেয়ে ইতি হাওলাদার (২৪), নীলফমারী জেলার জলঢাকা দেশীবাড়ি এলাকার মইদুল ইসলামের মেয়ে রুমা খাতুন (২৫), মাদারীপুর জেলার চরগোবিন্দপুর এলাকার আনারুল হোসেনর মেয়ে সাথি খাতুন (২৩), ময়মনসিংহ জেলার ফুলপুর রূপসী এলাকার আব্দুল বারেকের মেয়ে শারমিন (২৭) ও নড়াইল জেলার বালিয়া মির্জাপুর এলাকার রাজা মিয়ার মেয়ে রুমা খাতুন (২২)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাবের রেজা আহম্মেদ জানান, বুধবার এ ঘটনায় সদর থানায় দুটি পৃথক মামলা দায়ের হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানিহানিকর পোস্ট দেয়ার অভিযোগে বুধবার সন্ধ্যায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরিটি করেছেন নাচোল পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং নাচোল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ। নাচোল থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘নাচোলের কণ্ঠস্বর’ নামক একটি পেজে ফারুক আহম্মেদের বিরুদ্ধে এক আদিবাসী নারীকে শ্লীলতাহানির অভিযোগ তোলা হয়। এটি পোস্ট হওয়ার পরপরই ঘটনাটি নাচোলে টক অব দ্য টাউনে পরিণত হয়। উপজেলা ও এর বাইরের অনেকেই স্থানীয় সাংবাদিকদের কাছে বিষয়টি জানতে চেয়ে ফোনও দেন। এ ঘটনায় ফারুক আহম্মেদ ফেসবুকে দেয়া পোস্টটি সম্পর্ণূ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে থানায় সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে ফারুক আহম্মেদ বলেন, ‘নাচোলের কণ্ঠস্বর’ নামক ফেসবুক আইডি থেকে যা প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্যই তারা এহেন জঘন্যতম মিথ্যাচার করেছে। একজন জনপ্রতিনিধি হিসেবে ন্যায়বিচারের আশায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’ তিনি আরো বলেন, ‘নাচোলের কণ্ঠস্বর ফেসবুক আইডি ব্যবহারকারীকে খুঁজে বের করে আমার বিরুদ্ধে যে কুৎসা রটানো হয়েছে তার প্রমাণ চাওয়া হোক।’ তারা যদি প্রমাণ করতে পারে তবে আমাকে যে শাস্তি দেয়া হবে তা মাথা পেতে নেব বলে জানান তিনি।
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নাচোল পৌরসভা মেয়র আবদুর রশিদ খান ঝালু বলেন, ‘আমার কাউন্সিলর ফারুক আহম্মেদ সম্পর্কে যে ধরনের কুৎসা রটানো হয়েছে তা খুবই দুঃখজনক। প্রত্যেকের উচিৎ পুরো বিষয়টি নিশ্চিত হয়ে প্রকাশ করা। যদি ঘটনা সত্যিই হয়ে থাকে তবে তাদেরও উচিৎ ছিল এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া। কিন্তু তারা সেটা না করে ফেসবুকে প্রচার করে ফারুকের মানহানিরই চেষ্টা করেছে বলে আমার কাছে মনে হয়। পুরো ঘটনারই সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য বের করা প্রয়োজন।’
নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ঘটনাটির তীব্র নিন্দা করে জানান, বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করা প্রয়োজন। আদিবাসী নারীকে জড়িয়ে এহেন প্রচার উসকানিমূলক কিনা তারও তদন্ত হওয়া জরুরি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-১১-১৭
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘নাচোলের কণ্ঠস্বর’ নামক একটি পেজে ফারুক আহম্মেদের বিরুদ্ধে এক আদিবাসী নারীকে শ্লীলতাহানির অভিযোগ তোলা হয়। এটি পোস্ট হওয়ার পরপরই ঘটনাটি নাচোলে টক অব দ্য টাউনে পরিণত হয়। উপজেলা ও এর বাইরের অনেকেই স্থানীয় সাংবাদিকদের কাছে বিষয়টি জানতে চেয়ে ফোনও দেন। এ ঘটনায় ফারুক আহম্মেদ ফেসবুকে দেয়া পোস্টটি সম্পর্ণূ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে থানায় সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে ফারুক আহম্মেদ বলেন, ‘নাচোলের কণ্ঠস্বর’ নামক ফেসবুক আইডি থেকে যা প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্যই তারা এহেন জঘন্যতম মিথ্যাচার করেছে। একজন জনপ্রতিনিধি হিসেবে ন্যায়বিচারের আশায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’ তিনি আরো বলেন, ‘নাচোলের কণ্ঠস্বর ফেসবুক আইডি ব্যবহারকারীকে খুঁজে বের করে আমার বিরুদ্ধে যে কুৎসা রটানো হয়েছে তার প্রমাণ চাওয়া হোক।’ তারা যদি প্রমাণ করতে পারে তবে আমাকে যে শাস্তি দেয়া হবে তা মাথা পেতে নেব বলে জানান তিনি।
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নাচোল পৌরসভা মেয়র আবদুর রশিদ খান ঝালু বলেন, ‘আমার কাউন্সিলর ফারুক আহম্মেদ সম্পর্কে যে ধরনের কুৎসা রটানো হয়েছে তা খুবই দুঃখজনক। প্রত্যেকের উচিৎ পুরো বিষয়টি নিশ্চিত হয়ে প্রকাশ করা। যদি ঘটনা সত্যিই হয়ে থাকে তবে তাদেরও উচিৎ ছিল এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া। কিন্তু তারা সেটা না করে ফেসবুকে প্রচার করে ফারুকের মানহানিরই চেষ্টা করেছে বলে আমার কাছে মনে হয়। পুরো ঘটনারই সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য বের করা প্রয়োজন।’
নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ঘটনাটির তীব্র নিন্দা করে জানান, বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করা প্রয়োজন। আদিবাসী নারীকে জড়িয়ে এহেন প্রচার উসকানিমূলক কিনা তারও তদন্ত হওয়া জরুরি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যৌতুক নিরোধ আইনের মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে নাচোল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে নাচোল উপজেলার ঘিওন গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে ময়েজ উদ্দিন (৪৫)।
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে সাজাপ্রাপ্ত এক আসামি ঘিওন গ্রামে অবস্থান করছে। খবর পেয়ে এসআই মাহবুব রহমানের নেতৃত্বে পুলিশ ঘিওন গ্রামের দক্ষিণ মাঠ থেকে বেলা ১১টার সময় ময়েজকে গ্রেফতার করে নিয়ে আসে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ময়েজ উদ্দিন দীর্ঘদিন থেকে পলাতক ছিল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২২-১১-১৭
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে সাজাপ্রাপ্ত এক আসামি ঘিওন গ্রামে অবস্থান করছে। খবর পেয়ে এসআই মাহবুব রহমানের নেতৃত্বে পুলিশ ঘিওন গ্রামের দক্ষিণ মাঠ থেকে বেলা ১১টার সময় ময়েজকে গ্রেফতার করে নিয়ে আসে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ময়েজ উদ্দিন দীর্ঘদিন থেকে পলাতক ছিল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২২-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে নামোশংকরবাটি সর্দারপাড়ার দু’ শিশুর রহস্যময় নিখোঁজকে ঘিরে রোমাঞ্চকর তথ্য বেরিয়ে এসেছে। সন্দেহভাজন হিসেবে আটক ব্যক্তির ভুল তথ্য ও নিখোঁজ দু’ শিশুর চতুর কথাবার্তায় উদ্ধার অভিযানে পুলিশকে বেগ পেতে হয়েছে। পুলিশের সফল অভিযানের পর মঙ্গলবার উদ্ধার ওই দু’শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি সর্দার পাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র সায়েম (১১) ও দক্ষিণ চরাগ্রামের শীষ মোহাম্মদের ছেলে ইমন (১২) শনিবার বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর পরিবারের পক্ষ শুরু হয় বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি, রেল স্টেশনসহ বিভিন্ন এলাকা।
দু’ শিশু হটাৎকরে নিখোঁজ হওয়ার খবরের প্রেক্ষিতে সর্দার পাড়া এলাকায় খোঁজ নিতে গেলে এলাকাবাসীরা জানায়, নামোশংকরবাটি মিরের খোল্যান এলাকায় শুক্রবার অনুষ্ঠিত বিএনপি’র জনসভা পরবর্তী পিকনিক খাবার কথা বলে তাদের মহানন্দা নদীর শেখ হাসিনা সেতু এলাকায় নিয়ে যাওয়া হয়। ওইদিন ওই এলাকার আরো কয়েকজন শিশু পিকনিকস্থলে গেলেও সায়েম ও ইমন ছাড়া অন্যদের ফেরত পাঠিয়ে দেয়া হয়। অপহরণের শিকার সায়েমের পরিবারেররও অভিযোগ ছিল, স্থানীয় ভোলা নামের একব্যক্তি সায়েম ও ইমনকে পিকনিক খাওয়ার নাম করে নিয়ে গিয়ে অপহরণ করেছে।
এঘটনায় সায়েমের পিতা আব্দুল হান্নান শনিবার রাতে ধারাবাহিক ঘটনাক্রম উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সাধারণ ডায়রি করেন।
পুলিশ জানায়, সাধারণ ডায়েরির পরপরই পুলিশ তৎপরতা শুরু করে। সন্দেহভাজন হিসেবে প্রথমেই আটক করা হয় পিকনিকের দাওয়াত নিয়ে দু’ শিশুকে নিয়ে যাওয়া ভোলাকে। সদর থানার অফিসার ইনচার্জ ওসি সাবের রেজা আহম্মেদ জানান, ভোলার অসংলগ্ন কথাবার্তার কারণে প্রথমে পুলিশ ধু¤্রজালের মধ্যে পড়ে। ওসি বলেন, ‘ আটক ভোলা প্রথমে জানায় তাদেরকে (দু’ শিশুকে) পিকনিকের নিয়ে যাওয়ার পর অপহরণকারীরা চাকু দেখিয়ে তুলে নিয়ে চলে যায়’।
ভোলার এমন স্বীকারোক্তিতে পুলিশ রাতভর ভোলার কথা অনুযায়ী রাজশাহীর তানোর উপজেলার অন্তত ৫ যায়গায় অভিযান চালায়। এমনকি তানোরের একটি বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে ঢুকেও তল্লাশী চালায়।
এরই মাঝে খবর আসে দু’ শিশু দিনাজপুরে অবস্থান করছে। সেই খবরের সূত্রধরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দিনাজপুর রওনা দেন। দিনাজপুরের নবাবগঞ্জ থানার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় ওই দু’ শিশুকে।
দু’ শিশু উদ্ধারের পর বেরিয়ে আসে আসল ঘটনা। রোমঞ্চকর সব তথ্য।
উদ্ধার হওয়া সায়েম চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমকে বলেন, ‘ বাড়িতে না জানিয়েই আমি আর ইমন আমার খালার বাড়ি রাজশাহী যাওয়ার জন্য বের হই। ট্রেনে উঠার পর যখন ট্রেন থেমে যায় তখন ট্রেন থেকে নেমে দেখি যে সেটা দিনাজপুর। তখন স্টেশনের পাশে এক রিক্সা ভ্যান চালককে বাড়ি থেকে (চাঁপাইনবাবগঞ্জ থেকে) চলে আসার কথা বললে সে আমাদেরকে তার বাড়িতে নিয়ে যায় এবং আমি আমার বাড়ি মোবাইল ফোন নম্বর দিলে সে (ভ্যান চালক) বাড়িতে ফোনে কথা বলে’। সায়েম জানায়, তাদের কাছে কোন টাকা ছিলনা। রিক্সা ভ্যানওয়ালাও তাদেরকে বিনা ভাড়ায় নিয়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই রাশেদুল ইসলাম জানান, বাড়ি থেকে শুধু দু/একটা গরম কাপড় নিয়ে বের হওয়া ওই দু’ শিশুর কাছে তেমন কোন টাকাই ছিলনা। তারা দিনাজপুর স্টেশনে নেমে দু’জনে ওই এলাকা ঘুরাফিরা করে। এসময় একটি রুটি কিনে দু’জন মিলে ভাগ করে খায়। পরে তারা রিক্সা ভ্যানওয়ালকে স্বপ্নপুরি যাওয়ার কথা বললে ভ্যানওয়ালার সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে রিক্সা ভ্যানচালক যখন জানতে পারে যে তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে ভুল করে চলে এসেছে তখন তাদেরকে তার বাড়িতে নিয়ে যায়। তিনি জানান, ভ্যানচালকের বাড়িতে গিয়ে একজন অসুস্থ্য হয়ে পড়ে।
পুলিশ সুত্র জানিয়েছে, ট্রেনযোগে ভুল করে দিনাজপুরে চলে যাওয়া সায়েম ও ইমন তাদের পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময়ও চতুরতার আশ্রয় নেয়। মিথ্যা তথ্য উপস্থাপন করে। তবে, ওই ফোন কলের সূত্র ধরে দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় দু’ শিশুকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসে।
নামোশংকরবাটি এলাকার সাধারণ মানুষ দু’ শিশু নিখোঁজ হওয়ার পর থেকে ‘অপহরণ’ বিষয় নিয়ে উৎকণ্ঠিত ছিল। কিন্তু আসল ঘটনা বেরিয়ে আসার পর দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। সায়েমের গৃহ শিক্ষক চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমকে বলেন, ‘ সায়েম এলাকার অন্যান্য ছেলেদের চেয়ে আলাদা। একটু চালাক প্রকৃতির। অন্যদিন পড়তে এসে তাড়াতাড়ি করতো। কিন্তু সেদিন কোন কিছু বলেনি। পড়া শেষ করেই বাড়ি ফিরে গেছিল’। এদিকে, সঙ্গে যাওয়া ইমন হচ্ছে সায়েমের আত্মীয়। বয়সে সায়েমের বড় হলেও বন্ধু’র মত চলাচল। ইমনের পিতা শীষ মোহাম্মদ মারা যাবার পর মামাসহ অন্যান্য স্বজনদের সহযোগিতায় লালন পালন হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাবের রেজা আহম্মেদ বলেন, ‘ দু’ শিশু নিখোঁজের পর পুলিশ সন্দেহভাজন হিসেবে যে ভোলাকে আটক করে তার অসংলগ্ন কথাবার্তার কারণে অভিযানের মূল যায়গায় যেতে পুলিশকে বেশ বেগ হতে হয়েছে। এটি একটি শিশু এ্যাডভেঞ্চারের ঘটনা। পরিবারের অমনোযোগিতার কারণেই এমন ঘটনা ঘটেছে’।
মঙ্গলবার দুপুরে উদ্ধার হওয়া দু’ শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি সর্দার পাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র সায়েম (১১) ও দক্ষিণ চরাগ্রামের শীষ মোহাম্মদের ছেলে ইমন (১২) শনিবার বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর পরিবারের পক্ষ শুরু হয় বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি, রেল স্টেশনসহ বিভিন্ন এলাকা।
দু’ শিশু হটাৎকরে নিখোঁজ হওয়ার খবরের প্রেক্ষিতে সর্দার পাড়া এলাকায় খোঁজ নিতে গেলে এলাকাবাসীরা জানায়, নামোশংকরবাটি মিরের খোল্যান এলাকায় শুক্রবার অনুষ্ঠিত বিএনপি’র জনসভা পরবর্তী পিকনিক খাবার কথা বলে তাদের মহানন্দা নদীর শেখ হাসিনা সেতু এলাকায় নিয়ে যাওয়া হয়। ওইদিন ওই এলাকার আরো কয়েকজন শিশু পিকনিকস্থলে গেলেও সায়েম ও ইমন ছাড়া অন্যদের ফেরত পাঠিয়ে দেয়া হয়। অপহরণের শিকার সায়েমের পরিবারেররও অভিযোগ ছিল, স্থানীয় ভোলা নামের একব্যক্তি সায়েম ও ইমনকে পিকনিক খাওয়ার নাম করে নিয়ে গিয়ে অপহরণ করেছে।
এঘটনায় সায়েমের পিতা আব্দুল হান্নান শনিবার রাতে ধারাবাহিক ঘটনাক্রম উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সাধারণ ডায়রি করেন।
পুলিশ জানায়, সাধারণ ডায়েরির পরপরই পুলিশ তৎপরতা শুরু করে। সন্দেহভাজন হিসেবে প্রথমেই আটক করা হয় পিকনিকের দাওয়াত নিয়ে দু’ শিশুকে নিয়ে যাওয়া ভোলাকে। সদর থানার অফিসার ইনচার্জ ওসি সাবের রেজা আহম্মেদ জানান, ভোলার অসংলগ্ন কথাবার্তার কারণে প্রথমে পুলিশ ধু¤্রজালের মধ্যে পড়ে। ওসি বলেন, ‘ আটক ভোলা প্রথমে জানায় তাদেরকে (দু’ শিশুকে) পিকনিকের নিয়ে যাওয়ার পর অপহরণকারীরা চাকু দেখিয়ে তুলে নিয়ে চলে যায়’।
ভোলার এমন স্বীকারোক্তিতে পুলিশ রাতভর ভোলার কথা অনুযায়ী রাজশাহীর তানোর উপজেলার অন্তত ৫ যায়গায় অভিযান চালায়। এমনকি তানোরের একটি বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে ঢুকেও তল্লাশী চালায়।
এরই মাঝে খবর আসে দু’ শিশু দিনাজপুরে অবস্থান করছে। সেই খবরের সূত্রধরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দিনাজপুর রওনা দেন। দিনাজপুরের নবাবগঞ্জ থানার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় ওই দু’ শিশুকে।
দু’ শিশু উদ্ধারের পর বেরিয়ে আসে আসল ঘটনা। রোমঞ্চকর সব তথ্য।
উদ্ধার হওয়া সায়েম চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমকে বলেন, ‘ বাড়িতে না জানিয়েই আমি আর ইমন আমার খালার বাড়ি রাজশাহী যাওয়ার জন্য বের হই। ট্রেনে উঠার পর যখন ট্রেন থেমে যায় তখন ট্রেন থেকে নেমে দেখি যে সেটা দিনাজপুর। তখন স্টেশনের পাশে এক রিক্সা ভ্যান চালককে বাড়ি থেকে (চাঁপাইনবাবগঞ্জ থেকে) চলে আসার কথা বললে সে আমাদেরকে তার বাড়িতে নিয়ে যায় এবং আমি আমার বাড়ি মোবাইল ফোন নম্বর দিলে সে (ভ্যান চালক) বাড়িতে ফোনে কথা বলে’। সায়েম জানায়, তাদের কাছে কোন টাকা ছিলনা। রিক্সা ভ্যানওয়ালাও তাদেরকে বিনা ভাড়ায় নিয়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই রাশেদুল ইসলাম জানান, বাড়ি থেকে শুধু দু/একটা গরম কাপড় নিয়ে বের হওয়া ওই দু’ শিশুর কাছে তেমন কোন টাকাই ছিলনা। তারা দিনাজপুর স্টেশনে নেমে দু’জনে ওই এলাকা ঘুরাফিরা করে। এসময় একটি রুটি কিনে দু’জন মিলে ভাগ করে খায়। পরে তারা রিক্সা ভ্যানওয়ালকে স্বপ্নপুরি যাওয়ার কথা বললে ভ্যানওয়ালার সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে রিক্সা ভ্যানচালক যখন জানতে পারে যে তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে ভুল করে চলে এসেছে তখন তাদেরকে তার বাড়িতে নিয়ে যায়। তিনি জানান, ভ্যানচালকের বাড়িতে গিয়ে একজন অসুস্থ্য হয়ে পড়ে।
পুলিশ সুত্র জানিয়েছে, ট্রেনযোগে ভুল করে দিনাজপুরে চলে যাওয়া সায়েম ও ইমন তাদের পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময়ও চতুরতার আশ্রয় নেয়। মিথ্যা তথ্য উপস্থাপন করে। তবে, ওই ফোন কলের সূত্র ধরে দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় দু’ শিশুকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসে।
নামোশংকরবাটি এলাকার সাধারণ মানুষ দু’ শিশু নিখোঁজ হওয়ার পর থেকে ‘অপহরণ’ বিষয় নিয়ে উৎকণ্ঠিত ছিল। কিন্তু আসল ঘটনা বেরিয়ে আসার পর দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। সায়েমের গৃহ শিক্ষক চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমকে বলেন, ‘ সায়েম এলাকার অন্যান্য ছেলেদের চেয়ে আলাদা। একটু চালাক প্রকৃতির। অন্যদিন পড়তে এসে তাড়াতাড়ি করতো। কিন্তু সেদিন কোন কিছু বলেনি। পড়া শেষ করেই বাড়ি ফিরে গেছিল’। এদিকে, সঙ্গে যাওয়া ইমন হচ্ছে সায়েমের আত্মীয়। বয়সে সায়েমের বড় হলেও বন্ধু’র মত চলাচল। ইমনের পিতা শীষ মোহাম্মদ মারা যাবার পর মামাসহ অন্যান্য স্বজনদের সহযোগিতায় লালন পালন হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাবের রেজা আহম্মেদ বলেন, ‘ দু’ শিশু নিখোঁজের পর পুলিশ সন্দেহভাজন হিসেবে যে ভোলাকে আটক করে তার অসংলগ্ন কথাবার্তার কারণে অভিযানের মূল যায়গায় যেতে পুলিশকে বেশ বেগ হতে হয়েছে। এটি একটি শিশু এ্যাডভেঞ্চারের ঘটনা। পরিবারের অমনোযোগিতার কারণেই এমন ঘটনা ঘটেছে’।
মঙ্গলবার দুপুরে উদ্ধার হওয়া দু’ শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি এলাকা থেকে অপহরণের শিকার দু’ শিশুকে পুলিশ সোমবার দিনাজপুর থেকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া দু’ শিশু হচ্ছে, নামোশংকরবাটি সর্দার পাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র সায়েম (১১) ও দক্ষিণ চরাগ্রামের শীষ মোহাম্মদের ছেলে ইমন (১২)।
অপহরণের শিকার দু’ পরিবার জানিয়েছে, স্থানীয় ভোলা নামের একব্যক্তি সায়েম ও ইমনকে শনিবার পিকনিক খাওয়ার নাম করে মহানন্দা নদীর শেখ হাসিনা সেতু এলাকায় নিয়ে যায়। সেখান থেকেই সংঘবদ্ধ অপহরণকারী চক্র তাদেরকে অপহরণ করে। এ ঘটনায় অপহরণের শিকার সায়েম ও ইমনের পরিবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, শিশু দু’টির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রথমে রাজশাহী তানোরে অভিযান চালায়। পরে সন্দেহভাজন এক ব্যক্তি ও তথ্য প্রযুক্তির সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশের একটি টিম তাদেরকে দিনাজপুর থেকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া দু’ শিশুকে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে আসা হচ্ছে। ঘটনা তদন্ত করে অপহরণকারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১১-১৭
অপহরণের শিকার দু’ পরিবার জানিয়েছে, স্থানীয় ভোলা নামের একব্যক্তি সায়েম ও ইমনকে শনিবার পিকনিক খাওয়ার নাম করে মহানন্দা নদীর শেখ হাসিনা সেতু এলাকায় নিয়ে যায়। সেখান থেকেই সংঘবদ্ধ অপহরণকারী চক্র তাদেরকে অপহরণ করে। এ ঘটনায় অপহরণের শিকার সায়েম ও ইমনের পরিবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, শিশু দু’টির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রথমে রাজশাহী তানোরে অভিযান চালায়। পরে সন্দেহভাজন এক ব্যক্তি ও তথ্য প্রযুক্তির সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশের একটি টিম তাদেরকে দিনাজপুর থেকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া দু’ শিশুকে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে আসা হচ্ছে। ঘটনা তদন্ত করে অপহরণকারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১১-১৭
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আগামী ২৯ নভেম্বরের জনসভা সফল করতে আজ সোমবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
সকালে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম প্রমুখ।
সভায় আগামী ২৯ নভেম্বর বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ্ব অংশ নেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যে মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ্বের উপস্থিত থাকার কথা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১১-১৭
সকালে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম প্রমুখ।
সভায় আগামী ২৯ নভেম্বর বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ্ব অংশ নেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যে মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ্বের উপস্থিত থাকার কথা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর সীমান্ত এলাকা থেকে রবিবার রাতে ৪কেজি ১’শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, হাকিমপুর সীমান্তের পদ্মা নদীর পশ্চিম পাড় এলাকায় হেরোইন কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি নৌকাযোগে আসা চোরকারবারীরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশী করে হেরোইনগুলো উদ্ধার করা হয়।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস বিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) আবদুল হাই সরকার জানান, উদ্ধার হওয়া হেরোইনের মূল্য অনুমানিক ৪ কোটি ১০ লাখ টাকা। এ ঘটনায় শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে মাইনুল ইসলাম ও মৃত মোন্তাজ আলীর ছেলে নাইমুল ইসলামের মাদকদ্রব্য আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, হাকিমপুর সীমান্তের পদ্মা নদীর পশ্চিম পাড় এলাকায় হেরোইন কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি নৌকাযোগে আসা চোরকারবারীরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশী করে হেরোইনগুলো উদ্ধার করা হয়।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস বিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) আবদুল হাই সরকার জানান, উদ্ধার হওয়া হেরোইনের মূল্য অনুমানিক ৪ কোটি ১০ লাখ টাকা। এ ঘটনায় শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে মাইনুল ইসলাম ও মৃত মোন্তাজ আলীর ছেলে নাইমুল ইসলামের মাদকদ্রব্য আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১১-১৭

শিবগঞ্জ থানার এসআই শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে উপর কালিগঞ্জ রাস্তার উপর অভিযান চালায়। এ সময় মোস্তাকিন বাবু’র দেহ তল্লাশি করে ৩টি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ৬টি ম্যাগজিনসহ বাবুকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২০-১১-১৭
সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ থানা বিএনপি’র সভাপতি তসিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি মিম ফজলে আজিম ও সাধারণ সম্পাদক আওয়াল আলী, থানা ছাত্রদলের সভাপতি হামিদুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি ওমে ফারুক রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম ওদুদ। পরে জন্মদিনের কেক কাটা হয়।
এদিক বিকালে জেলা বিএনপি ও জেলা যুবদলের আয়োজনে শহরের টাউন কাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম টিপু, জেলা যুবদলের সভাপতি ওবায়েদ পাঠান ও যুগ্ম সাধারণ সম্পাদক ইবনে হাবিব মারুফ। শেষ জন্মদিনের কেক কাটা হয়।
অন্যদিকে আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞার পৌর এলাকার বাগানটুলী বাসভবন প্রাঙ্গনে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান বিএনপি নেত্রী সায়েমা খাতুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, পৌর বিএনপির সভাপতি সফিকুল ইসলাম, নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশরাফুল হক, শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আলী আহম্মেদ বাবু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বাসার, বিএনপি নেতা ওজিউল মিঞা। এছাড়াও অনুষ্ঠানে পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলে সোমবার দুপুরে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে থেকে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে পৌর এলাকার একটি রেস্টুরেন্টে আলোচনা সভায় মিলিত হয়। সভায় শিবগঞ্জ পৌরসভা ঔষধ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব লিয়াকত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ঔষধ তত্ত্বাবধায়ক শরিফুল ইসলাম মোল্লা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ওলিউল্লাহ্, কোষাধ্য কামরুল হাসান বাবু, আলহাজ্ব রমজান আলী, আবদুর রহিমসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইফুল ইসলাম রানা। অনুষ্ঠানে পৌর ও উপজেলার বিভিন্ন এলাকার ঔষধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২০-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২০-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবি গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে সোমবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রহমান সোনু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাণসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. সুব্র্রত কুমার সরকার, শিবগঞ্জ উপজেলা প্রেসকাবের সভাপতি সফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুন, শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউপি চেয়ারম্যান মোফাখ্খারুল ইসলাম খাইরুল, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, বিনোদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম, দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল, ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান শামসুল হকসহ উপজেলা পরিষদের বিভিন্ন অধিদপ্তরের প্রধান কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যগণ।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ পালন উপলক্ষে বিভিন্ন ধরণের কর্মসূচী গ্রহণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২০-১১-১৭
উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রহমান সোনু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাণসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. সুব্র্রত কুমার সরকার, শিবগঞ্জ উপজেলা প্রেসকাবের সভাপতি সফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুন, শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউপি চেয়ারম্যান মোফাখ্খারুল ইসলাম খাইরুল, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, বিনোদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম, দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল, ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান শামসুল হকসহ উপজেলা পরিষদের বিভিন্ন অধিদপ্তরের প্রধান কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যগণ।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ পালন উপলক্ষে বিভিন্ন ধরণের কর্মসূচী গ্রহণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২০-১১-১৭
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভোক্তা অধিকার আইন জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামরে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এই আলোচনা সভা মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমিনুল হক, ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা স্যানিটারী হেল্থ ইন্সপেক্টর আব্দুল সবুর, এবাএখা’র ফিল্ড ওয়ার্কার হাবিবুর রহমান লিটন, মুদি ব্যবসায়ী মনিরুল ইসলাম, সভায়, ২০০৯ সালের ভোক্তা অধিকার আইন নিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,ভোলাহাট/ ২০-১১-১৭
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামরে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এই আলোচনা সভা মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমিনুল হক, ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা স্যানিটারী হেল্থ ইন্সপেক্টর আব্দুল সবুর, এবাএখা’র ফিল্ড ওয়ার্কার হাবিবুর রহমান লিটন, মুদি ব্যবসায়ী মনিরুল ইসলাম, সভায়, ২০০৯ সালের ভোক্তা অধিকার আইন নিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,ভোলাহাট/ ২০-১১-১৭